১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত ম্যানসিটির আরো তিনজন

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার সিটি শিবিরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সবশেষ পরীক্ষায় দলটির আরো দুইজন খেলোয়াড় ও একজন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কারাবাও লিগ কাপ সেমিফাইনালের দিন সকালে এক বিবৃতিতে খবরটি জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। আক্রান্ত দুই খেলোয়াড় হলেন দলের রিজার্ভ গোলরক্ষক স্কট কার্সন ও তরুণ মিডফিল্ডার কোল পালমার।

ইপিএল ও যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তদের এরই মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ম্যান সিটি।

এর আগে দলটির ছয় জন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন। ফলে গত সপ্তাহে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সিটি ছাড়াও ইপিএলের আরো কয়েকটি দল যেমন নিউক্যাসল ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যাম শিবিরে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

দুই দফা করে পরীক্ষা শেষে গত মঙ্গলবার নতুন করে আরো ৪০ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এমতাবস্থায় লিগ চালিয়ে যাওয়া প্রশ্নের সম্মুখীন হয়েছে। তবে আপাতত লিগ বন্ধের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

করোনায় আক্রান্ত ম্যানসিটির আরো তিনজন

প্রকাশিত : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার সিটি শিবিরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সবশেষ পরীক্ষায় দলটির আরো দুইজন খেলোয়াড় ও একজন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কারাবাও লিগ কাপ সেমিফাইনালের দিন সকালে এক বিবৃতিতে খবরটি জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। আক্রান্ত দুই খেলোয়াড় হলেন দলের রিজার্ভ গোলরক্ষক স্কট কার্সন ও তরুণ মিডফিল্ডার কোল পালমার।

ইপিএল ও যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তদের এরই মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ম্যান সিটি।

এর আগে দলটির ছয় জন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন। ফলে গত সপ্তাহে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সিটি ছাড়াও ইপিএলের আরো কয়েকটি দল যেমন নিউক্যাসল ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যাম শিবিরে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

দুই দফা করে পরীক্ষা শেষে গত মঙ্গলবার নতুন করে আরো ৪০ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এমতাবস্থায় লিগ চালিয়ে যাওয়া প্রশ্নের সম্মুখীন হয়েছে। তবে আপাতত লিগ বন্ধের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার