জয়নাল হাজারী কলেজের ছাত্র শাকিল হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা দায়ের হয়েছে। শাকিল একজন সক্রিয় ছাত্রলীগকর্মী। ফেনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সে মারা যায়।
শনিবার (২৭ জানুয়ার) রাতে নিহত শাকিলের বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শনিবার রাতে ২১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন নিহত শাকিলের বাবা হুমায়ুন কবীর।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় শাকিল এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ভূঞা কলোনিতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দ্রুত তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।




















