ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে নির্ধারিত সময়ের চেয়ে চারদিন বেশি সময় মেলা কার্যক্রম চালানোর অনুমতি পাওয়া গেছে।
ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
রবিবার সকালে আয়োজক কমিটি মেলার সময় বাড়ানোর জন্য আবেদন করেছে।

























