০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বাণিজ্য মেলার সময় বাড়ল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার মেলা পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে মেলা সচিবালয়ে তিনি এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবার মেলার আয়োজন অন্য সব বছরের চেয়ে ভালো হয়েছে। এ আয়োজন উপভোগ করতে চার দিন বাড়িয়ে আরও একটু সুযোগ দেওয়া হয়েছে।’

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেলার সময় ১০ দিন বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তবে এসএসসি পরীক্ষা ও বইমেলার কথা বিবেচনা করে এত বেশি বাড়ানো সম্ভব হবে না বলে তাদের জানানো হয়। এর পরে পাঁচ দিন সময় বাড়ানোর জন্য সম্প্রতি লিখিত আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এ আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় মেলার চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।’

মেলার সময় বাড়ানোর ফলে ব্যবসায়ীরা যে টাকায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিলেন, সে হিসাবেই তাদের চার দিনের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। গেট ইজারার ক্ষেত্রেও একই হারে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানান আবদুর রউফ।

ট্যাগ :
জনপ্রিয়

বাণিজ্য মেলার সময় বাড়ল

প্রকাশিত : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার মেলা পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে মেলা সচিবালয়ে তিনি এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবার মেলার আয়োজন অন্য সব বছরের চেয়ে ভালো হয়েছে। এ আয়োজন উপভোগ করতে চার দিন বাড়িয়ে আরও একটু সুযোগ দেওয়া হয়েছে।’

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেলার সময় ১০ দিন বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তবে এসএসসি পরীক্ষা ও বইমেলার কথা বিবেচনা করে এত বেশি বাড়ানো সম্ভব হবে না বলে তাদের জানানো হয়। এর পরে পাঁচ দিন সময় বাড়ানোর জন্য সম্প্রতি লিখিত আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এ আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় মেলার চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।’

মেলার সময় বাড়ানোর ফলে ব্যবসায়ীরা যে টাকায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিলেন, সে হিসাবেই তাদের চার দিনের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। গেট ইজারার ক্ষেত্রেও একই হারে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানান আবদুর রউফ।