ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রোববার মেলা পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে মেলা সচিবালয়ে তিনি এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবার মেলার আয়োজন অন্য সব বছরের চেয়ে ভালো হয়েছে। এ আয়োজন উপভোগ করতে চার দিন বাড়িয়ে আরও একটু সুযোগ দেওয়া হয়েছে।’
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেলার সময় ১০ দিন বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তবে এসএসসি পরীক্ষা ও বইমেলার কথা বিবেচনা করে এত বেশি বাড়ানো সম্ভব হবে না বলে তাদের জানানো হয়। এর পরে পাঁচ দিন সময় বাড়ানোর জন্য সম্প্রতি লিখিত আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এ আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় মেলার চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।’
মেলার সময় বাড়ানোর ফলে ব্যবসায়ীরা যে টাকায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিলেন, সে হিসাবেই তাদের চার দিনের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। গেট ইজারার ক্ষেত্রেও একই হারে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানান আবদুর রউফ।

























