০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

মরিসিও পোচেত্তিনোর অধীনে পিএসজির প্রথম জয়

নতুন কোচ মরিসিও পোচেত্তিনোকে ঘরের মাঠের অভিষেকে প্রথম জয় উপহার দিয়েছে পিএসজি। গতকাল পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে টেবিলের মাঝামাঝিতে থাকা ব্রেস্টকে ৩-০ গোলে পরাজিত করেছে পিএসজি।

মোয়েস কিন, বদলী খেলোয়াড় মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। লিঁও যদি ড্র করতে না পারতো, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে আসতো প্যারিসের জায়ান্টরা।

মৌসুমের দ্বিতীয়ভাগে এসে ১৯ ম্যাচে ৩৯ পয়েণ্ট নিয়ে লিঁওর থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। তৃতীয় স্থানে থাকা লিলির থেকে তারা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। গতকাল নেইমসকে ১-০ গোলে পরাজিত করেছে লিলি।

নেইমারের অনুপস্থিতিতে পিএসজি এখনও তাদের প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারছে না। প্যারিসের প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় দর্শকশুন্য স্টেডিয়ামে তাই জয়ের ব্যবধানটা বড় হলেও ব্যক্তিগত পারফরমেন্সে মোটেই সন্তুষ্ট হতে পারেননি পোচেত্তিনো। করোনাভাইরাসের কারণে রাতের বেলা প্যারিস জুড়ে কারফিউ জারি থাকায় দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দশক আগে পিএসজির খেলোয়াড় হিসেবে দারুণ জনপ্রিয় পোচেত্তিনো। তাই কোচ হিসেবে নিজের প্রথম জয়টা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পারলেন না।

ম্যাচ শেষে তাই স্বস্তিতে থাকা পোচেত্তিনো বলেছেন, আমরা এখনও খুব বেশি দিন একসঙ্গে কাজ করার সুযোগ পাইনি। এর মধ্যেই দারুণ কঠিন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলেছি। দুটি ম্যাচই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বৈরী আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি সন্তুষ্ট। এটা খুব একটা উন্নত পারফরমেন্স ছিল না। তবে জয়টাই গুরুত্বপূর্ণ।

পার্ক ডি প্রিন্সেসে প্রথমবারের মত ম্যাচে ফিরে আসা প্রসঙ্গে পোচেত্তিনো বলেছেন, এটা সত্যিই আমার কাছে এক আবেগঘন মুহূর্ত। এই স্টেডিয়ামের পরিবেশ সব সময়ই বিশ্বের অন্যতম সেরা একটি ফুটবলীয় পরিবেশ উপহার দেয়। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দর্শককে আমি দারুণ মিস করি। কিন্তু এই ক্লাব আমাকে নতুন করে দারুণভাবে স্বাগত জানিয়েছে। এই শহরটিতে ফিরে আসতে পেরে আমি দারুণ আনন্দিত।

বুধবার ফরাসি সুপার কাপের সমান মর্যাদাসম্পন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শেইর মুখোমুখি হবে পিএসজি। সাধারণত এই ম্যাচটি মৌসুমের পর্দা উন্মোচনের ম্যাচ হিসেবে পরিগণিত হয়। কিন্তু করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে এবার একটু দেরীতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। পোচেত্তিনোর সামনে সুযোগ থাকবে পিএসজিকে প্রথম কোন শিরোপা উপহার দেয়ার।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

মরিসিও পোচেত্তিনোর অধীনে পিএসজির প্রথম জয়

প্রকাশিত : ০৬:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১

নতুন কোচ মরিসিও পোচেত্তিনোকে ঘরের মাঠের অভিষেকে প্রথম জয় উপহার দিয়েছে পিএসজি। গতকাল পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে টেবিলের মাঝামাঝিতে থাকা ব্রেস্টকে ৩-০ গোলে পরাজিত করেছে পিএসজি।

মোয়েস কিন, বদলী খেলোয়াড় মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। লিঁও যদি ড্র করতে না পারতো, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে আসতো প্যারিসের জায়ান্টরা।

মৌসুমের দ্বিতীয়ভাগে এসে ১৯ ম্যাচে ৩৯ পয়েণ্ট নিয়ে লিঁওর থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। তৃতীয় স্থানে থাকা লিলির থেকে তারা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। গতকাল নেইমসকে ১-০ গোলে পরাজিত করেছে লিলি।

নেইমারের অনুপস্থিতিতে পিএসজি এখনও তাদের প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারছে না। প্যারিসের প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় দর্শকশুন্য স্টেডিয়ামে তাই জয়ের ব্যবধানটা বড় হলেও ব্যক্তিগত পারফরমেন্সে মোটেই সন্তুষ্ট হতে পারেননি পোচেত্তিনো। করোনাভাইরাসের কারণে রাতের বেলা প্যারিস জুড়ে কারফিউ জারি থাকায় দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দশক আগে পিএসজির খেলোয়াড় হিসেবে দারুণ জনপ্রিয় পোচেত্তিনো। তাই কোচ হিসেবে নিজের প্রথম জয়টা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পারলেন না।

ম্যাচ শেষে তাই স্বস্তিতে থাকা পোচেত্তিনো বলেছেন, আমরা এখনও খুব বেশি দিন একসঙ্গে কাজ করার সুযোগ পাইনি। এর মধ্যেই দারুণ কঠিন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলেছি। দুটি ম্যাচই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বৈরী আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি সন্তুষ্ট। এটা খুব একটা উন্নত পারফরমেন্স ছিল না। তবে জয়টাই গুরুত্বপূর্ণ।

পার্ক ডি প্রিন্সেসে প্রথমবারের মত ম্যাচে ফিরে আসা প্রসঙ্গে পোচেত্তিনো বলেছেন, এটা সত্যিই আমার কাছে এক আবেগঘন মুহূর্ত। এই স্টেডিয়ামের পরিবেশ সব সময়ই বিশ্বের অন্যতম সেরা একটি ফুটবলীয় পরিবেশ উপহার দেয়। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দর্শককে আমি দারুণ মিস করি। কিন্তু এই ক্লাব আমাকে নতুন করে দারুণভাবে স্বাগত জানিয়েছে। এই শহরটিতে ফিরে আসতে পেরে আমি দারুণ আনন্দিত।

বুধবার ফরাসি সুপার কাপের সমান মর্যাদাসম্পন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শেইর মুখোমুখি হবে পিএসজি। সাধারণত এই ম্যাচটি মৌসুমের পর্দা উন্মোচনের ম্যাচ হিসেবে পরিগণিত হয়। কিন্তু করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে এবার একটু দেরীতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। পোচেত্তিনোর সামনে সুযোগ থাকবে পিএসজিকে প্রথম কোন শিরোপা উপহার দেয়ার।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার