নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল। আর এই ছবিতে চঞ্চলের সাথে জুটি বাঁধছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। চঞ্চল নিজেই একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে এসে এ কথা জানিয়েছেন।
ছবির নাম চূড়ান্ত না হলেও ছবিতে চঞ্চলের বিপরীতে নুসরাতের অভিনয়ের বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। শিগগির আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে বলে জানা গেছে। আগামী মার্চ মাসে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী।


























