দিনাজপুর: সাতদিন পর ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকা থেকে অপহৃত কাকলী (১২) ও আমেনা (৪) নামের দুই বোনকে উদ্ধার করা হয়েছে। জেলা শহরের পুলহাট কসবা এলাকা থেকে তারা অপহৃত হয়েছে। উদ্ধারকৃত দুই বোন পুলহাট কসবা এলাকার কামরুল হাসানের মেয়ে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার সময় তাদের উদ্ধার করা হয়। গত ২২ জানুয়ারি (সোমবার) সকাল থেকে তারা নিখোঁজ ছিলো।
দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি জানান, উদ্ধারকৃতদের দিনাজপুর কোতয়ালী থানা পুলিশে হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে।




















