নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে নুরুল আমিন রনি (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাত শ্রমিক আহত হয়।
উপজেলার বিসিক শিল্প নগরীর গ্লোব ফার্মাসিউটিক্যালসের কারখানায় ড্রাগসের মিক্সার মেশিনের গ্যাস বিস্ফোরণ ঘটে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে।
নিহত রনি ওই উপজেলার একলাশপুর ইনিয়নের খলিলুর রহমানের ছেলে। চৌমুহনী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্লোব ড্রাগসের একটি কক্ষে রাতে তরল মিথাইল কেমিক্যাল গরম করার সময় তা বিস্ফোরিত হয়। এতে গ্যাসের গন্ধে ও আতঙ্কে আট শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি নামে ওই এক শ্রমিক মারা যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা এক শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




















