‘হাই স্পিড হেয়ার কালার’র বিজ্ঞাপনে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পাপিয়া। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ। বিজ্ঞাপনে চঞ্চল-পাপিয়া দুজনেই নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভীষণ উচ্ছ্বাসিত পাপিয়া। সোমবার (২৮ জানুয়ারি) এফডিসির ঝর্ণা শুটিং স্পটে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে জনপ্রিয় নায়ক চঞ্চল চৌধুরী, তার নায়িকা পাপিয়া শুটিং করছেন। এরমধ্যে শুরু হয় ঝুম বৃষ্টি। দুজনেই ভিজে বৃষ্টিতে যান। তখন চঞ্চল চৌধুরীর চুলের নকল কালার নায়িকা পাপিয়ার গায়ে গেলে যায়। সে জন্য পাপিয়া কিছুটা রেগে যায়, এতে করে শুটিং প্যাকআপ করতে হয়। বৃষ্টির পানিতে ভিজে চুলের রঙ উঠে যাওয়ায় চঞ্চল হতাশ হয়ে পড়েন!
চঞ্চল চৌধুরী বলেন, বিজ্ঞাপনের কনসেপ্ট, আমার গেটআপ সবকিছুতেই নতুনত্ব রয়েছে। কাজটি করার আগে একাধিকবার রিহার্সাল করতে হয়েছে। আশা করছি দর্শকদের কাছে বিজ্ঞাপনটি ভালো লাগবে। নির্মাতা মাসুদ রানা জানান, এই বিজ্ঞাপনের আয়োজন ছিল জমজমাট। শিগগির এটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
পাপিয়া বলেন, চঞ্চল ভাইয়ের সঙ্গে এবারই প্রথমবার কাজ করলাম। সহশিল্পী হিসেবে তিনি এককথায় অসাধারণ। তাছাড়া এই কাজের জন্য শীতের মধ্যে কয়েকবার পানিতে ভিজতে হয়েছে। পাপিয়া বলেন, আমি এর আগে আরএফএল ডায়মন্ড জগ, নাইস টাইম বিস্কুট, নিও ডিটার্জেন্ট পাউডার, পুষ্টি আটা ছাড়াও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। আগেও কাজের চেয়ে এবারের বিজ্ঞাপনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।


























