বর্তমানে সুস্থ আছেন শাকিব খান। গতকাল রোববার থেকেই ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে ফিরেছেন তিনি। শুটিং হচ্ছে অস্ট্রেলিয়াতে। অসুস্থ্য হওয়ার পর অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
শাকিব খান বলেন, ‘সবার দোয়া আর আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি, শরীরটা আগের চেয়ে ভালো মনে হচ্ছে। গতকাল থেকে ছবির কিছু শুটিংয়ে অংশ নিয়েছি। সবাই দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে কাজটি শেষ করতে পারি।’
শাকিব খান আরো বলেন, ‘আমি আসলে আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। ব্যাংককের গরম আর কলকাতার ঠান্ডা মিলে শরীর খারাপ হয়ে গিয়েছিল। ২২ তারিখ রাতে যখন অস্ট্রেলিয়ায় আসছিলাম, তখনই মনে হচ্ছিল শরীর খারাপ লাগছে। কিন্তু আগে থেকে শিডিউল দেওয়া ছিল, তাই আর রেস্ট না নিয়ে চলে আসি, কিন্তু এসেই শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই এখনকার হাসপাতালে ভর্তি হই। সবকিছু মিলে এখন ভালো আছি, শুটিং করছি সাধ্যমতো।’


























