টালিউডের সু অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু হঠাৎ করেই গুঞ্জন শোনা যাচ্ছে এই নায়িকা নাকি ব্যাচেলর নন। মানে অভিনেত্রী নুসরাত নাকি বিবাহিত।
এই নায়িকা কয়েক বছর আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। যদিও গোপনে বিয়ে করেছেন তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন।
রাজ চক্রবর্তীর শত্রু সিনেমা দিয়ে টলিউডে আত্মপ্রকাশ ঘটে নুসরাতের। তারপর টালিউডে একের পর এক সিনেমা দিয়ে ভক্তদের ক্রাশে পরিণত হয়েছেন তিনি।
জানা গেছে, মাঝে মাঝে সিনেমার শুটিংয়ের জন্য নুসরাতকে বিদেশ যেতে হয়। আর ঠিক তখন থেকেই নাকি ভিক্টরের সঙ্গে পরিচয়।
ভিক্টর জামশেদপুরের ছেলে। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের পর থেকে নাকি নুসরত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর


























