০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

যুবরাই সকল উন্নয়নের অগ্র সৈনিক: কুজেন্দ্র লাল ত্রিপুরা

গত ২৬ এবং ২৭ জানুয়ারি পাবর্ত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি তে জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর এ্যাডভেঞ্চার কেবিনেট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, যুবরাই সকল উন্নয়নের অগ্র সৈনিক।

2

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তাই দেশের যুবকদের কেও এগিয়ে আসতে হবে দেশের উন্নয়নে। জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর ব্যানারে তোমরা যে মহতী পদক্ষেপ নিয়েছ আমি তা দেখে অভিভূত হয়েছি , আমার সহযোগীতার হাত সবসময় তোমাদের পাশে থাকবে। কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ভাই তোমাদের সাথে আছেন এবং তিনি আমাকে তোমাদের বিষয়ে বিস্তারিত বলেছেন।

দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় অর্ধ শতাধিক যুবকের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় এই এ্যাডভেঞ্চার কেবিনেট। এই আয়োজনে ছিল দেশের যুবকদের জন্য বিভিন্ন শিক্ষণীয় পর্ব । এছাড়াও জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর প্রতিনিধিরা পাব্যর্ত জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির হেরিটেজ পার্ক, রিসাং ঝর্ণা, তারেং সর্বোচ্চ পর্বত, আলুটিলা গুহা, হর্টি কালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ ও রাঙ্গামাটির সাজেক ভেলি পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রথম দিনে তারা হেরিটেজ পার্কের মাঠে একাধিক তাবুতে অবস্থান করেন। এখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ সহ কর্পোরেট ও লিডারশিপ সেমিনার আয়োজন করেন।

3

এতে সেমিনার বক্তা ছিলেন এবি ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপল অফিসার ও সংগঠন টির শুভেচ্ছা দূত এস আর খান সজিব, সংগঠন টির সদস্য সচিব মুহিবুল্লাহ মুহিব, সংগঠন টির যুগ্ম আহবায়ক আলিউল আজিম রাজু , ইমন চৌধুরী, আবু বকর সিদ্দিক, সাহিদা আক্তার ¯¦র্ণা ,বাহার উদ্দিন ও সোলায়মান মোহাম্মদ । দ্বিতীয় দিনে রাঙ্গামাটির সাজেক ভেলিতে সবচেয়ে আকর্ষণীয় পর্ব এ্যাডভেঞ্চার কেবিনেট অনুষ্ঠিত হয়। এ্যাডভেঞ্চার কেবিনেট এ সংগঠনটির কেবিনেট সভার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলিউল আজিম রাজু ও উপ প্রধানমন্ত্রী সোলায়মান মোহাম্মদ সদস্যদের ভোটাভুটিতে নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনটির আহবায়ক ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ ইমাম হোসাইন।

4

অনুষ্ঠানে ঘোষিত হয় পুরো এ্যাডভেঞ্চার কেবিনেট এর ‘ আইকন অব দ্যা এ্যাডভেঞ্চার ’ মোহাম্মদ সাদ্দাম হোসেন , পাঁচটি টিমের মধ্যে বেস্ট হয় ‘অপরাজেয় বাংলা’ আবু বকর সিদ্দিক এর টিম। এবং জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর “লিজেন্ড অব ইয়ূথ পার্লামেন্ট নির্বাচিত হয় পাঁচ জন দেশসেরা তরুন আলিউল আজিম রাজু, রাহাত চৌধুরী, ইমন চৌধুরী, সাহিদা আক্তার স্বর্ণা ও সোলায়মান মোহাম্মদ। পুরো অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন মো. নজরুল ইসলাম, বিচারক ছিলেন শাকিলা আক্তার ও মুহিবুল্লাহ মুহিব। এ্যাডভেঞ্চার কেবিনেট এর সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমাম হোসাইন।

ট্যাগ :
জনপ্রিয়

যুবরাই সকল উন্নয়নের অগ্র সৈনিক: কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রকাশিত : ০৯:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

গত ২৬ এবং ২৭ জানুয়ারি পাবর্ত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি তে জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর এ্যাডভেঞ্চার কেবিনেট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, যুবরাই সকল উন্নয়নের অগ্র সৈনিক।

2

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তাই দেশের যুবকদের কেও এগিয়ে আসতে হবে দেশের উন্নয়নে। জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর ব্যানারে তোমরা যে মহতী পদক্ষেপ নিয়েছ আমি তা দেখে অভিভূত হয়েছি , আমার সহযোগীতার হাত সবসময় তোমাদের পাশে থাকবে। কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ভাই তোমাদের সাথে আছেন এবং তিনি আমাকে তোমাদের বিষয়ে বিস্তারিত বলেছেন।

দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় অর্ধ শতাধিক যুবকের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় এই এ্যাডভেঞ্চার কেবিনেট। এই আয়োজনে ছিল দেশের যুবকদের জন্য বিভিন্ন শিক্ষণীয় পর্ব । এছাড়াও জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর প্রতিনিধিরা পাব্যর্ত জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির হেরিটেজ পার্ক, রিসাং ঝর্ণা, তারেং সর্বোচ্চ পর্বত, আলুটিলা গুহা, হর্টি কালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ ও রাঙ্গামাটির সাজেক ভেলি পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রথম দিনে তারা হেরিটেজ পার্কের মাঠে একাধিক তাবুতে অবস্থান করেন। এখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ সহ কর্পোরেট ও লিডারশিপ সেমিনার আয়োজন করেন।

3

এতে সেমিনার বক্তা ছিলেন এবি ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপল অফিসার ও সংগঠন টির শুভেচ্ছা দূত এস আর খান সজিব, সংগঠন টির সদস্য সচিব মুহিবুল্লাহ মুহিব, সংগঠন টির যুগ্ম আহবায়ক আলিউল আজিম রাজু , ইমন চৌধুরী, আবু বকর সিদ্দিক, সাহিদা আক্তার ¯¦র্ণা ,বাহার উদ্দিন ও সোলায়মান মোহাম্মদ । দ্বিতীয় দিনে রাঙ্গামাটির সাজেক ভেলিতে সবচেয়ে আকর্ষণীয় পর্ব এ্যাডভেঞ্চার কেবিনেট অনুষ্ঠিত হয়। এ্যাডভেঞ্চার কেবিনেট এ সংগঠনটির কেবিনেট সভার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলিউল আজিম রাজু ও উপ প্রধানমন্ত্রী সোলায়মান মোহাম্মদ সদস্যদের ভোটাভুটিতে নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনটির আহবায়ক ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ ইমাম হোসাইন।

4

অনুষ্ঠানে ঘোষিত হয় পুরো এ্যাডভেঞ্চার কেবিনেট এর ‘ আইকন অব দ্যা এ্যাডভেঞ্চার ’ মোহাম্মদ সাদ্দাম হোসেন , পাঁচটি টিমের মধ্যে বেস্ট হয় ‘অপরাজেয় বাংলা’ আবু বকর সিদ্দিক এর টিম। এবং জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর “লিজেন্ড অব ইয়ূথ পার্লামেন্ট নির্বাচিত হয় পাঁচ জন দেশসেরা তরুন আলিউল আজিম রাজু, রাহাত চৌধুরী, ইমন চৌধুরী, সাহিদা আক্তার স্বর্ণা ও সোলায়মান মোহাম্মদ। পুরো অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন মো. নজরুল ইসলাম, বিচারক ছিলেন শাকিলা আক্তার ও মুহিবুল্লাহ মুহিব। এ্যাডভেঞ্চার কেবিনেট এর সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমাম হোসাইন।