বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকা থেকে ঢাকাগামী যাত্রীবাহী মেঘনা পরিবহনে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গৌরনদী থানার পুলিশ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। গৌরনদী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকাগুলো ইউএনও’র মাধ্যমে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।




















