মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির দ্বিতীয় তলার একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সিটি হার্ট শপিং কমপ্লেক্সের দোতলার একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে বলেও জানান তিনি।

























