প্রতিবছর কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে এই বইমেলার আয়োজন করা হলেও এবার সেখানে অবকাঠামো উন্নয়নের কাজ চলায় মেলাটি বসছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মঙ্গলবার জাঁকজমক আয়োজনে এখানে শুরু হচ্ছে ‘কলকাতা পুস্তকমেলা ২০১৮’। সেজন্য কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এখন সাজ সাজ রব। ছোটবড় মিলিয়ে প্রায় ৬ শ’ স্টল বসেছে এবারের মেলায়।
মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বইপ্রেমীদের জন্য মেলার দরজা খুলে দেয়া হবে বুধবার থেকে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের বইমেলার থিম কান্ট্রি ফ্রান্স। মেলার থিম হিসেবে ধরা হয়েছে ফরাসি সাহিত্যকে। প্রতিবছরের মতো বাংলাদেশও এই মেলায় অংশ নিচ্ছে। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান ছাড়াও ১৭ টি দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়েছে।
৪২তম কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন হবে ৩ ফেব্রুয়ারি। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বাংলাদেশ দিবস উপলক্ষে ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


























