এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আজমেরী হক বাঁধনকে দীপু হাজরা নির্দেশিত ‘রাইটার’ নাটকে অভিনয় করতে দেখা গেছে। এরইমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকে রাইটারের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, গল্পটা ভালো লেগেছে। বাঁধনের সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। সবমিলিয়ে আশা করি ভালো লাগবে দর্শকের।
বাঁধন বলেন, দীপু ভাই বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমি কাজটি করে তৃপ্ত।
দীপু হাজরা জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এদিকে অপূর্ব সোমবার শেষ করেছেন মাকসুদুর রহমান বিশালের নির্দেশনায় ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম।
এছাড়া ভালোবাসা দিবসে আসছে অপূর্ব অভিনীত বহুল প্রতীক্ষিত নাটক রুবেল হাসানের ‘বিলাভড’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐন্দ্রিলা আহমেদ।


























