জুটি বাঁধছেন দুই বাঙলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিংবদন্তি সুপ্রিয়া দেবীকে সম্মান জানাতে তার তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ ছবিটি রিমেক হতে যাচ্ছে।
টালিগঞ্জের পর্দায় নতুন করে ছবিটিকে হাজির করবেন নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। আর এই ছবিতে সুপ্রিয়া দেবীর করবী গুহ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান আর উত্তম কুমার অভিনীত স্যাটা বোস চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। এতে আরো অভিনয় করবে যীশু সেনগুপ্ত, মমতা শঙ্কর, অঞ্জন দত্ত এবং আবির চট্টোপাধ্যায়।
এই ছবিটি জয়া জানান, এবারই প্রথম কোনো রিমেক ছবিতে কাজ করছেন তিনি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি জয়, সম্মান এবং গর্বের বলেই মনে করছেন জয়া।
শঙ্করের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিলো চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। এবার সেই চলচ্চিত্র অবলম্বনেই পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করবেন নতুন চলচ্চিত্র। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে- জুন থেকে শুরু হবে এর দৃশ্যধারণ।


























