পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিরাপদ করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ বদ্ধপরিকর। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার যথেষ্ট আন্তিরিক।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পামজিল মেম্বো, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম প্রমুখ।

























