১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নিজেও কাদঁলেন প্রধানমন্ত্রীকেও কাদাঁলেন রিনা বেগম

হত দরিদ্র রিনা বেগম অশ্রু ঝরিয়ে কাদঁলেন। আবার অশ্রু ঝরালেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। ভদ্রা তীরের সকল মানুষের চোখেও ঝড়ল অশ্রু। এ অশু আনন্দ বেদনার দোলাচলের। এ অশ্রু সহায় সম্বলহীনের কাছে বিশাল কিছু পাওয়ার প্রাপ্তির অশ্রু। শনিবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলার ভদ্রা তীরে ৬৪ গৃহহীনের জমিসহ ঘর বরাদ্দ অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সুভলভোগীদের গল্প শুনতে যুক্ত হন কাঠমিস্ত্রীর স্ত্রী সহায় সম্বলহীন রিনা বেগনের সাথে। তিনি আনন্দে এবং বিগত দিনের কোন কিছু না পাওযার বেদনার গল্প প্রধানমন্ত্রীর কাছে ব্যক্ত করতে যে হাউ মাউ করে প্রায় ২/৩ মিনিট ধরে কাদঁতে থাকেন। এর মধ্যেও একটু মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য প্রদানমন্ত্রীকে হাজার বছর বেচেঁ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে ভোলেননি। এসময়ে প্রধানমন্ত্রীর চোখ বেয়ে এবং উপস্থিত সকলের চোখে অশ্রæ ধরতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাকেঁ কাদঁতে বারণ করেন এবং বেশ কিছু পরামর্শ যুগ উপযোগী পরামর্শ দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

নিজেও কাদঁলেন প্রধানমন্ত্রীকেও কাদাঁলেন রিনা বেগম

প্রকাশিত : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

হত দরিদ্র রিনা বেগম অশ্রু ঝরিয়ে কাদঁলেন। আবার অশ্রু ঝরালেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। ভদ্রা তীরের সকল মানুষের চোখেও ঝড়ল অশ্রু। এ অশু আনন্দ বেদনার দোলাচলের। এ অশ্রু সহায় সম্বলহীনের কাছে বিশাল কিছু পাওয়ার প্রাপ্তির অশ্রু। শনিবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলার ভদ্রা তীরে ৬৪ গৃহহীনের জমিসহ ঘর বরাদ্দ অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সুভলভোগীদের গল্প শুনতে যুক্ত হন কাঠমিস্ত্রীর স্ত্রী সহায় সম্বলহীন রিনা বেগনের সাথে। তিনি আনন্দে এবং বিগত দিনের কোন কিছু না পাওযার বেদনার গল্প প্রধানমন্ত্রীর কাছে ব্যক্ত করতে যে হাউ মাউ করে প্রায় ২/৩ মিনিট ধরে কাদঁতে থাকেন। এর মধ্যেও একটু মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য প্রদানমন্ত্রীকে হাজার বছর বেচেঁ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে ভোলেননি। এসময়ে প্রধানমন্ত্রীর চোখ বেয়ে এবং উপস্থিত সকলের চোখে অশ্রæ ধরতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাকেঁ কাদঁতে বারণ করেন এবং বেশ কিছু পরামর্শ যুগ উপযোগী পরামর্শ দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ