গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকায় মুরগি বোঝাই পিকআপভ্যান উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে মোলাইদ এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫) বাকী একজনের নাম জানা যায় নি। আহতরা হলো গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস জানান, ঢাকাগামী মুরগি বোঝাই একটি পিকআপভ্যান শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরো দু’জন। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।




















