বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বহর বার্ষিক মহড়ার সমাপনী প্রদর্শনীর উদ্দেশে বঙ্গোপসাগরে অবস্থান করছে। ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৭’ শীর্ষক এ মহড়ার সমাপনী দিনে বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ আধুনিক সমর কৌশল ও সন্ত্রাসবিরোধী কমান্ডো অপারেশনের প্রদর্শন করা হবে।
এ বহরে যোগ দিতে নৌবাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করেছে।
এদিকে ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ বিভন্ন ধরনের ৫০টি যুদ্ধজাহাজ এবারের মহড়ায় অংশ নিতে ইতোমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে। বানৌজা বঙ্গবন্ধু অতিথিদের নিয়ে সেখানে পৌঁছানোর পর প্রদর্শনী শুরু হবে বলে জানা গেছে।
শুরতেই দুপুর ১টায় বানৌজা দুর্জয়, দুর্ধর্ষ, দুর্দান্ত কর্তৃক সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। এরপর প্রতি ১৫ মিনিট বিরতিতে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন মহড়া চলবে।
এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর আধুনিক জাহাজ বানৌজা বঙ্গবন্ধু থেকে সমাপনী দিবসের মহড়াগুলো প্রত্যক্ষ করবেন। এছাড়া সেখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদও উপস্থিত থাকবেন।
এর আগে প্রধান অতিথি সকাল ১১টা ২০মিনিটে জাহাজে এসে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক তাকে স্বাগত জানান। একইসঙ্গে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে তাকে গার্ড অব অনার প্রদান করে।
এসময় সেখানে বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তি, নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলাসহ পদস্থ নৌ-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























