১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

৮ জেলায় পৌঁছেছে ৫ লাখ ডোজ

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ১২:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • 29

প্রথম দফায় দেশের আট টি জেলায় ডোজ করোনা টিকা পৌঁছেছে। এর মধ্যে বরিশালে ১ লাখ ৬৮ হাজার, বগুড়ায় ৫৪ হাজার, নাটোরে ৪৮ হাজার, ঝিনাইদহে ৬০ হাজার, নওগাঁয় ৪২ হাজার, ব্রাহ্মণবাড়িয়া এক লাখ আট হাজার ডোজ টিকা মেহেরপুর ও ঝালকাঠিতে ১২ হাজার করে টিকা পৌঁছানো হয়।
আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল: গতকাল সকালে ঢাকা থেকে আসা টিকার প্রথম চালান গ্রহণ করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

এ সময় তিনি বলেন, প্রথম পর্যায়ে বরিশাল জেলায় ১ লাখ ৬৮ হাজার ঠিকা এসেছে। আশা করা যায় বরিশালে ৭-৮ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হবে।১৫ ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বণ্টন করা হবে।এ সময় বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ হাজার ৮০০ বাইয়েলে এক লাখ আট হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শুক্রবার সকালে টিকাগুলো এসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌঁছায়। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ টিকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ ডা. একরাম উল্লাহ বলেন, জেলা শহরের মেড্ডায় ভবনে আন্তর্জাতিকমানের কোল্ডস্টোরে টিকাগুলো রাখা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে উপজেলা ও জেলায় টিকা প্রদানের লক্ষ্যে তা বণ্টন করা হবে।

বগুড়া: ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফিজুর রহমান তুহিন জানান, টিকা দিতে জেলা সদরের তিনটি হাসপাতালসহ উপজেলার ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেয়া হয়েছেভ্যাকসিন প্রদানের জন্য নির্দিষ্ট ব্যক্তি, যারা নিবন্ধন করেছেন তাদের টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে ৫৪ হাজার মানুষকে টিকা দেয়া হবে।

 

নাটোর: জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, গতকাল চারটি কাটনে ৪ হাজার ৮০০টি ভায়েল নাটোরে পৌঁছেছে। প্রতিটি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে, যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে। এতে নাটোর জেলার মোট ৪৮ হাজার মানুষ টিকা গ্রহণ করতে পারবে। পরে টিকাগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারের ফ্র্রিজে সংরক্ষণ করা হয়েছে।

 

ঝিনাইদহ: সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, প্রথম ধাপে পাঁচটি কাটনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন গতকাল হাতে এসেছে। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সিভিল সার্জন অফিসে প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তী সময় প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদাণ করবেন। আশা করছি, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে অগ্রাধিকারভুক্ত ব্যক্তিদের এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

নওগাঁ: নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গতকাল সকালে ৪২ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়। সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দেয়ার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

মেহেরপুর: সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ১২ হাজার টিকা মেহেরপুরে এসে পৌঁছেছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি টিকা প্রদানের প্রশিক্ষণ দেয়া হবে তার পরই দুদিন উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময় টিকা প্রদান শুরু হবে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপক কামরুল আহসান বলেন, নির্দিষ্ট তামপাত্রায় ভ্যাকসিনগুলো ভারত থেকে বিমানবন্দরে এসে পৌঁছায়। কোল্ড চেইন মোইনটেইন করে টিকাগুলো রাখা হয়েছিল। একই তাপমাত্রায় গাড়িতে করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে।

ঝালকাঠি: ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, গতকাল বেলা ৩টায় ঢাকা ১২ হাজার ডোজ টিকার এসেছে। টিকা দিতে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

 

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

৮ জেলায় পৌঁছেছে ৫ লাখ ডোজ

প্রকাশিত : ১২:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

প্রথম দফায় দেশের আট টি জেলায় ডোজ করোনা টিকা পৌঁছেছে। এর মধ্যে বরিশালে ১ লাখ ৬৮ হাজার, বগুড়ায় ৫৪ হাজার, নাটোরে ৪৮ হাজার, ঝিনাইদহে ৬০ হাজার, নওগাঁয় ৪২ হাজার, ব্রাহ্মণবাড়িয়া এক লাখ আট হাজার ডোজ টিকা মেহেরপুর ও ঝালকাঠিতে ১২ হাজার করে টিকা পৌঁছানো হয়।
আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল: গতকাল সকালে ঢাকা থেকে আসা টিকার প্রথম চালান গ্রহণ করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

এ সময় তিনি বলেন, প্রথম পর্যায়ে বরিশাল জেলায় ১ লাখ ৬৮ হাজার ঠিকা এসেছে। আশা করা যায় বরিশালে ৭-৮ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হবে।১৫ ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বণ্টন করা হবে।এ সময় বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ হাজার ৮০০ বাইয়েলে এক লাখ আট হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শুক্রবার সকালে টিকাগুলো এসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌঁছায়। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ টিকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ ডা. একরাম উল্লাহ বলেন, জেলা শহরের মেড্ডায় ভবনে আন্তর্জাতিকমানের কোল্ডস্টোরে টিকাগুলো রাখা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে উপজেলা ও জেলায় টিকা প্রদানের লক্ষ্যে তা বণ্টন করা হবে।

বগুড়া: ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফিজুর রহমান তুহিন জানান, টিকা দিতে জেলা সদরের তিনটি হাসপাতালসহ উপজেলার ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেয়া হয়েছেভ্যাকসিন প্রদানের জন্য নির্দিষ্ট ব্যক্তি, যারা নিবন্ধন করেছেন তাদের টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে ৫৪ হাজার মানুষকে টিকা দেয়া হবে।

 

নাটোর: জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, গতকাল চারটি কাটনে ৪ হাজার ৮০০টি ভায়েল নাটোরে পৌঁছেছে। প্রতিটি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে, যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে। এতে নাটোর জেলার মোট ৪৮ হাজার মানুষ টিকা গ্রহণ করতে পারবে। পরে টিকাগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারের ফ্র্রিজে সংরক্ষণ করা হয়েছে।

 

ঝিনাইদহ: সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, প্রথম ধাপে পাঁচটি কাটনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন গতকাল হাতে এসেছে। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সিভিল সার্জন অফিসে প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তী সময় প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদাণ করবেন। আশা করছি, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে অগ্রাধিকারভুক্ত ব্যক্তিদের এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

নওগাঁ: নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গতকাল সকালে ৪২ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়। সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দেয়ার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

মেহেরপুর: সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ১২ হাজার টিকা মেহেরপুরে এসে পৌঁছেছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি টিকা প্রদানের প্রশিক্ষণ দেয়া হবে তার পরই দুদিন উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময় টিকা প্রদান শুরু হবে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপক কামরুল আহসান বলেন, নির্দিষ্ট তামপাত্রায় ভ্যাকসিনগুলো ভারত থেকে বিমানবন্দরে এসে পৌঁছায়। কোল্ড চেইন মোইনটেইন করে টিকাগুলো রাখা হয়েছিল। একই তাপমাত্রায় গাড়িতে করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে।

ঝালকাঠি: ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, গতকাল বেলা ৩টায় ঢাকা ১২ হাজার ডোজ টিকার এসেছে। টিকা দিতে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।