০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিশ্বের সব মানুষকে ভ্যাকসিন নেয়ার আহ্বান মঈন আলীর

বিশ্বের সব মানুষকে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি। 

শ্রীলংকা সফরে যাবার পর করোনা আক্রান্ত হন মঈন। এরপর ১৩ দিনের আইসোলেশনে ছিলেন তিনি। পরবর্তীতে লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেনি আলী। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় রয়েছেন আলী।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজের করোনা অভিজ্ঞতার কথা জানান এ ইংলিশ অলরাউন্ডার। পাশাপাশি সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন আলী বলেন,এ মুহূর্তে সুযোগ পেলে আমিও এই ভ্যাকসিন নিয়ে নিতাম এবং সবাইকে নিতে বলতাম। যারা এই ভ্যাকসিন সম্পর্কে জানে, তাদের সঙ্গে কথা বলে বুঝার চেষ্টা করতাম এবং আমি অবশ্যই গ্রহণ করতাম। এমনকি আমার পরিবার ও অন্যদেরও এই ভ্যাকসিন নিতে বলতাম।

করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। তবে এমন সমালোচনা না শুনতে আহ্বান মঈনের। তিনি বলেন,এটা অন্যান্য যেকোনো ভ্যাকসিনের মতোই। এ বিষয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছে। অথচ এখানে চিকিৎসা বিদ্যার বাইরে আর কিছুই নেই। আমাদের সমাজে মানুষ যে কোনো কিছু গ্রহণের সময়ই বাড়তি সতর্কতা দেখায়। তবে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সবকিছু স্বাভাবিক হওয়া।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রায় ১৮ মাস পর বড় ফরম্যাটে খেলতে নামবেন মঈন। সিরিজের ভালো করার প্রত্যাশা তার। ২০১৬ সালের ভারতে দু’টি সেঞ্চুরি করেছিলেন মঈন। তারপরও সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিলো ইংল্যান্ড।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্বের সব মানুষকে ভ্যাকসিন নেয়ার আহ্বান মঈন আলীর

প্রকাশিত : ০৬:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

বিশ্বের সব মানুষকে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি। 

শ্রীলংকা সফরে যাবার পর করোনা আক্রান্ত হন মঈন। এরপর ১৩ দিনের আইসোলেশনে ছিলেন তিনি। পরবর্তীতে লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেনি আলী। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় রয়েছেন আলী।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজের করোনা অভিজ্ঞতার কথা জানান এ ইংলিশ অলরাউন্ডার। পাশাপাশি সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন আলী বলেন,এ মুহূর্তে সুযোগ পেলে আমিও এই ভ্যাকসিন নিয়ে নিতাম এবং সবাইকে নিতে বলতাম। যারা এই ভ্যাকসিন সম্পর্কে জানে, তাদের সঙ্গে কথা বলে বুঝার চেষ্টা করতাম এবং আমি অবশ্যই গ্রহণ করতাম। এমনকি আমার পরিবার ও অন্যদেরও এই ভ্যাকসিন নিতে বলতাম।

করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। তবে এমন সমালোচনা না শুনতে আহ্বান মঈনের। তিনি বলেন,এটা অন্যান্য যেকোনো ভ্যাকসিনের মতোই। এ বিষয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছে। অথচ এখানে চিকিৎসা বিদ্যার বাইরে আর কিছুই নেই। আমাদের সমাজে মানুষ যে কোনো কিছু গ্রহণের সময়ই বাড়তি সতর্কতা দেখায়। তবে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সবকিছু স্বাভাবিক হওয়া।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রায় ১৮ মাস পর বড় ফরম্যাটে খেলতে নামবেন মঈন। সিরিজের ভালো করার প্রত্যাশা তার। ২০১৬ সালের ভারতে দু’টি সেঞ্চুরি করেছিলেন মঈন। তারপরও সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিলো ইংল্যান্ড।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার