সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-১০ লিগে কালান্দার্স দলের হয়ে খেলতে ঠিক সময়েই পৌঁছেছিলেন শহীদ আফ্রিদি। তবে ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে ঢুকতেই দেয়া হয়নি তাকে। সব ঠিক করে দলের সঙ্গে যোগ দেয়ার পর মাঠে ফিরেই বাজিমাত করেছেন এ অলরাউন্ডার।
ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিমানবন্দর থেকেই আফ্রিদিকে ফিরিয়ে দেয়া হয়েছিল। পাকিস্তান ফিরে নতুন ভিসা নিয়ে ফের আবুধাবিতে পা রাখেন তিনি। অতঃপর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে শনিবার নেমেছিলেন মাঠে।
এদিন শেখ জায়েদ স্টেডিয়ামে টিম আবুধাবির বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে আফ্রিদির দল কালান্দার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছিল টিম আবুধাবি।
মাত্র ১ উইকেট হারিয়ে ৮.২ ওভারেই ১০৪ রান তুলে নেয় কালান্দার্স। ১৪ বলে ৩০ রান করেন টম ব্যান্টন। ২১ বলে ৪০ রান নিয়ে শারজিল খান ও ১৭ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন সোহাইল আখতার।
ম্যাচে ২ ওভার বল করে ১৬ রান খরচায় দুটি উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি। ১৬ বলে ২৯ রান করা আইরিশ ওপেনার পল স্টার্লিং ও ১২ বলে ১৫ রান করা ইংলিশ তারকা বেন ডাকেটের উইকেট শিকার করেন এই লেগস্পিনিং অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের কারণে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























