রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়া বস্তিতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টা ১০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

























