আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন দুই মাস পেরিয়ে গেছে। তবে এখনো নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশ হয়েছে বিস্ফোরক এক তথ্য। জানা গেছে, মৃত্যুর সময় অবহেলার শিকার হয়েছেন ম্যারাডোনা। শুনেছেন ডাক্তারের কটুক্তি।
আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবে’ সম্প্রতি ম্যারাডোনার মৃত্যু মুহূর্তে ডাক্তারদের কিছু ম্যাসেজ ফাঁস করেছে। যেখানে কথা বলেছেন ম্যারাডোনার দীর্ঘদিনের চিকিৎসক লিওপোলদো লুক এবং মনোবিদ অগাস্তিনো কোসাচভ।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ নভেম্বর ঘুমের ভেতর মারা যান ম্যারাডোনা। ওইদিন সকালে ডাক্তার লুক ও মনোবিদ কোসাচভের মাঝে মেসেজ চালাচালি হয়। এমন সময় লুককে পরিচিত এক ব্যক্তি ম্যাসেজ দেন, ম্যারাডোনা মারা গেছেন।
ম্যারাডোনার মৃত্যুর খবরটি কোসাচভকে জানান লুক। এসময় তিনি লেখেন, মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করেছে। মোটু বিছানা নোংরা করে মরবে। কী হয়েছে কে জানে! আমি ওখানে যাচ্ছি।
এদিকে লুকের ম্যাসেজের উত্তরে কোসাচভ লেখেন, ম্যারাডোনাকে জরুরি চিকিৎসা দল বাঁচানোর চেষ্টা করছে। আমি এখানে আছি। এখনো অ্যাম্বুলেন্স আসেনি। আমি এসে দেখেছি তাঁর শরীর ঠাণ্ডা। অনেক চেষ্টা চলছে। আমি এখন বের হয়ে এসেছি।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























