সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আয়ূব বখত জগলুল মারা গেছেন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়র জগলুলের মরহেদ ঢাকা থেকে সুনামগঞ্জে আনা হচ্ছে। তবে তার জানাজার নামাজের সময় এখনো নির্ধারণ হয়নি।
তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের বিগত কাউন্সিলের পর জাতীয় কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য পদ পান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্বপুর) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ করছিলেন দুই বারের এই মেয়র।
সুনামগঞ্জ পৌরসভার-৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন, মেয়র পৌরসভার ও দলের সাংগঠনিক কাজে ঢাকা গিয়েছিলেন। সকালেই হঠাৎ ঢাকা থেকে খবর পাই, তিনি আর নেই। আমরা পৌরসভার পক্ষ থেকে কিছু সময়ের মধ্যে জরুরি বৈঠকে বসবো।




















