১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এগিয়ে গিয়েও হার আর্সেনালের

এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারলো না আর্সেনাল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মিকেল আর্তেতার দলকে হারিয়ে আট ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। ঘরের মাঠে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে দলটি।

উলভারহ্যাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যাবার সুযোগ ছিল আর্সেনালের। জাকার শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় গানারদের। অবশ্য ৩২ মিনিটে পেপে’র দারুণ ফিনিশিং-এ লিড নেয় আর্তেতার দল। প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় উলভারহ্যাম্পটন।

ডেভিড লুইস ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। একই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইস। স্পট কিক থেকে গোল করেন রুবেন নেভেস। ৪৯ মিনিটে ম্যাচে প্রথম এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। মৌতিনহো’র দূরপাল্লার শট পরাস্ত করে আর্সেনাল গোলরক্ষক লেনোকে। ৭২ মিনিটে ডি বক্সের বাইরে এসে লেনো বল ধরলে ৯ জনের দলে পরিণত হয় গানাররা। এরপর আর ম্যাচে ফেরা না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

এগিয়ে গিয়েও হার আর্সেনালের

প্রকাশিত : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারলো না আর্সেনাল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মিকেল আর্তেতার দলকে হারিয়ে আট ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। ঘরের মাঠে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে দলটি।

উলভারহ্যাম্পটনের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যাবার সুযোগ ছিল আর্সেনালের। জাকার শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় গানারদের। অবশ্য ৩২ মিনিটে পেপে’র দারুণ ফিনিশিং-এ লিড নেয় আর্তেতার দল। প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় উলভারহ্যাম্পটন।

ডেভিড লুইস ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। একই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইস। স্পট কিক থেকে গোল করেন রুবেন নেভেস। ৪৯ মিনিটে ম্যাচে প্রথম এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। মৌতিনহো’র দূরপাল্লার শট পরাস্ত করে আর্সেনাল গোলরক্ষক লেনোকে। ৭২ মিনিটে ডি বক্সের বাইরে এসে লেনো বল ধরলে ৯ জনের দলে পরিণত হয় গানাররা। এরপর আর ম্যাচে ফেরা না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার