গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রদান করেছে এনআইডি’র ডিডি আজিজুর রহমান।
গতকাল বুধবার বিকাল ৪টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ে মন্ত্রীর কার্যালয়ে স্মার্ট কার্ডটি হস্তান্তর করা হয়েছে।
এ সময় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের বিষয়ে খোজখবর নেন মন্ত্রী। মন্ত্রী স্মার্ট কার্ডের জন্য শুভ কামনা করেন।
স্মার্ট কার্ডের বিষয়ে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। মন্ত্রী বলেন, ছবিসহ ভোটার তালিকা করা থেকে শুরু করে স্মার্ট কার্ড পর্যন্ত একটা বিশাল যাত্রা। স্মার্ট কার্ড আমাদের স্বপ্ন ছিল। এখনো কাজ শেষ হয়নি। আরো কাজ বাকি আছে।
মন্ত্রী আরো বলেন, স্মার্ট কার্ডের নাম্বার হবে একটা মানুষের পরিচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাম্বার একজন মানুষের পরিচিতি হিসাবে থাকবে।
কমিশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় জেলায় বিতরণ শুরুর জন্য প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় কার্ড বিতরণ শুরু হবে এবং ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায় বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে চায় কমিশন।

























