রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে পিযুষ কুমার বিশ্বাস (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রেলস্টেশনের দেড় কিলোমিটার দূরে গঙ্গাপ্রসাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পিযুষ কুমার বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চর বাদর গ্রামে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, সকালে খুলনা থেকে দৌলতদিয়াগামী মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পিযুষ মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার ইকরামুল হক বাদী হয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।




















