১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

টিকা নিলেই ১০০ টাকার প্রাইজবন্ড

নাটোরে করোনার টিকা নিতে উৎসাহিত করতে এবং টিকা-সংক্রান্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে প্রথম দিন টিকা গ্রহণকারীকে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে।

রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ব্যক্তিগত উদ্যোগে টিকা গ্রহণকারী সবাইকে ওই প্রাইজবন্ড দেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এনরিকা রোজারিওকে প্রথম টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান এবং বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আবদুল করিম টিকা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডলী রানী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩ জন টিকা নেন। তাদের সবাইকে ১০০ টাকার প্রাইজবন্ড দিয়েছেন সংসদ সদস্য। এদিকে, উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে নিবন্ধন করিয়ে দিচ্ছে উপজেলা প্রশাসন। তাদের নিবন্ধনপত্র প্রিন্টের খরচও বহন করছেন সংসদ সদস্য।

ট্যাগ :

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

টিকা নিলেই ১০০ টাকার প্রাইজবন্ড

প্রকাশিত : ১২:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

নাটোরে করোনার টিকা নিতে উৎসাহিত করতে এবং টিকা-সংক্রান্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে প্রথম দিন টিকা গ্রহণকারীকে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে।

রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ব্যক্তিগত উদ্যোগে টিকা গ্রহণকারী সবাইকে ওই প্রাইজবন্ড দেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এনরিকা রোজারিওকে প্রথম টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান এবং বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আবদুল করিম টিকা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডলী রানী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩ জন টিকা নেন। তাদের সবাইকে ১০০ টাকার প্রাইজবন্ড দিয়েছেন সংসদ সদস্য। এদিকে, উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে নিবন্ধন করিয়ে দিচ্ছে উপজেলা প্রশাসন। তাদের নিবন্ধনপত্র প্রিন্টের খরচও বহন করছেন সংসদ সদস্য।