০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা যাচায়-বাছাইয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় বিধি বহির্ভুত কমিটি কর্তৃক মুক্তিযোদ্ধা যাচায়-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা চত্বরস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রহুল আজম বলেন, ঘোষিত পরিপত্রের শর্তানুযায়ী যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে যাচাই বাছাই কমিটি গঠনের কথা থাকলেও এখানে তা মানা হয়নি বলেই সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ম বহির্ভূত ও পক্ষপাতমূলক হচ্ছে। এছাড়াও কমিটির অন্যান্য সাক্ষী সদস্যদের সাক্ষরকেও মূল্যায়ন করা হচ্ছে না বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

অন্যদিকে যুদ্বকালিন কমান্ডার যে সাক্ষ্যসহ প্রমানিক কাগজ পত্র দিয়েছেন সেগুলিও মূল্যায়ন করা হচ্ছে না। যে কারণে জীবনের শেষ পর্যায়ে এসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন টানা হেচড়ায় তারা মানসিক ভাবে চরম বিপর্যস্ত ও অসম্মান বোধ করছেন বলে অভিযোগ মুক্তিযোদ্ধাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা অবিলম্বে এ কমিটি বাতিল করে যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে নতুন করে কমিটি গঠন পূর্বক যথাযথ নিয়ম মেনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে তারা আমরণ অনশনে বসার মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মহিদুল আলম, মনছুর আলী, আব্দুল মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ট্যাগ :

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা যাচায়-বাছাইয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় বিধি বহির্ভুত কমিটি কর্তৃক মুক্তিযোদ্ধা যাচায়-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা চত্বরস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রহুল আজম বলেন, ঘোষিত পরিপত্রের শর্তানুযায়ী যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে যাচাই বাছাই কমিটি গঠনের কথা থাকলেও এখানে তা মানা হয়নি বলেই সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ম বহির্ভূত ও পক্ষপাতমূলক হচ্ছে। এছাড়াও কমিটির অন্যান্য সাক্ষী সদস্যদের সাক্ষরকেও মূল্যায়ন করা হচ্ছে না বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

অন্যদিকে যুদ্বকালিন কমান্ডার যে সাক্ষ্যসহ প্রমানিক কাগজ পত্র দিয়েছেন সেগুলিও মূল্যায়ন করা হচ্ছে না। যে কারণে জীবনের শেষ পর্যায়ে এসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন টানা হেচড়ায় তারা মানসিক ভাবে চরম বিপর্যস্ত ও অসম্মান বোধ করছেন বলে অভিযোগ মুক্তিযোদ্ধাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা অবিলম্বে এ কমিটি বাতিল করে যুদ্ধকালিন কমান্ডারদের নিয়ে নতুন করে কমিটি গঠন পূর্বক যথাযথ নিয়ম মেনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে তারা আমরণ অনশনে বসার মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মহিদুল আলম, মনছুর আলী, আব্দুল মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।