হঠাৎ চাঁদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। জনপ্রিয় এ চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী।
একটি কোম্পানির কর্মকর্তা ও রিটেইলারদের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহন অনেকে বিশ্বাসই করতে পারেননি। তাকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থল চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ভিড় জমে যায়।
মঞ্চে বারবার ঘোষণা করা হচ্ছিল অপু বিশ্বাস আসবেন। কিন্তু উপস্থিত অতিথিরাও বিশ্বাস করতে পারছিলেন না। অপু মঞ্চে এসে বলেন, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুরে আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার সবার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না।


























