১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বইমেলায় শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত

শিশুর মনের খোরাক মেটায় এমনই সব বইয়ের পসরা নিয়ে শুক্রবার অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর কাটল শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত উপস্থিতিতে। শুক্রবার ছুটির সকালে কার্টুন সিরিজ ‘সিসিমপুর’এর হালুম-ইকরি-টুকটুকি-শিকুর সঙ্গে আনন্দ ভাগাভাগির পর স্কুলব্যাগ ভর্তি করে রূপকথার দৈত্যদানোবের গল্প কিংবা রহস্য-রোমাঞ্চে ঠাঁসা বইগুলো লুফে নিয়েছে খুদে পাঠকের দল।

রীতি অনুযায়ী, একুশের বইমেলার প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর। যথারীতি এবারও শুক্রবার ছুটির সকালটি খুদে পাঠকদের জন্য ছিল এক অন্যরকম আনন্দের দিন। বাবা-মার হাত ধরে বইমেলা প্রাঙ্গনে ঘোরাঘুরি আর স্টলে স্টলে ঘুরে বই দেখা আর কেনা- বইমেলা যেন পরিণত শিশুমেলায়। সাড়ে তিন বছরের লুবাবা ইবনাতের অক্ষরজ্ঞান না হলেও মার মুখে শোনা রূপকথা-উপকথার গল্প শুনে মনের কোণে সে এঁকেছে নানা ছবি। বইমেলায় এসে সে খুঁজেছে রূপকথার বই।

শুধু গল্প পড়লেই চলবে? বই পড়ে জ্ঞানও তো বাড়াতে হবে প্রথমবার মেলায় আসার অনুভূতি জানাতে গিয়ে সে বিজনেস বাংলাদেশকে বলল, “আমি এই এতগুলো গল্প জানি। শুনবে আমার গল্প?” মো. সাঈদুল ইসলাম এসেছেন তার মেয়ে সুলতানা আরিফিন তানিশাকে নিয়ে। মেয়েকে ধাঁধা আর ছড়ার বই কিনে দিতে তিনি বিজনেস বাংলাদেশকে বলেন, “প্রযুক্তির সহজলভ্যতায় আমাদের ছেলেমেয়েরা বই পড়ে না, এটা মিথ্যা প্রমাণের জন্যই তো বইমেলায় আসতে হয়। আমরা অভিভাবকরা যদি শিশুদের হাতে ভালো বই তুলে দিই, তবে ওরা কেন প্রযুক্তিমুখী হবে? প্রয়োজন সঠিক বয়সে সঠিক বইটি কিনে দেওয়া।”

শুধু বইমেলার জন্যই ফেনী থেকে সপরিবারে চলে এসেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অবন্তী পাল। তার উদ্দেশ্য, প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের সাক্ষাৎ পাওয়া। সে বললো, “আমি জাফর ইকবালের প্রায় সবগুলো কিশোর উপন্যাসই পড়ে ফেলেছি। বইমেলায় প্রতিবারই আসি, এবার মা-দিদি সবাই এসেছে। এক সপ্তাহ থাকব। যদি তিনি আসেন, তবে তার অটোগ্রাফ নেব। তার সঙ্গে ছবি তুলব।”

এত্ত বই! কোনটা নিব? এত্ত বই! কোনটা নিব? অভিভাবক সুমন এসেছিলেন তিন সন্তান প্রমি, প্রিয়া ও প্রেমকে নিয়ে। তাদের পছন্দের রহস্য রোমাঞ্চ, ধাঁধাঁ, কিশোর উপন্যাস কিনে দিলেন তিনি। তিনি বলেন, “মেলায় গতবারের চেয়ে এবার পছন্দসই বই বেশি খুঁজে পাচ্ছি, এটা তৃপ্তির। ছেলেমেয়েরা যে ধরনের বই চাইছে, তারা পেয়েছে। মেলায় হয়তো আবারো আসব, আরো কিছু বই কিনে দেব তাদের।”এসেছে শতাধিক শিশুতোষ বই সিসিমপুরের কর্মী প্রশান্ত লাবণী জানান, সিসিমপুর এবার আঁকিবুঁকির বই আর ধাঁধার বই বেশি প্রকাশ করছে। পপ-আপ বইয়ের নানা সম্ভারও রয়েছে তাদের।

ঝিঙেফুল প্রকাশনী থেকে এসেছে আলী ইমামের অনুবাদ বই ‘হাল ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অপরূপ রূপকথা’ ও ‘জানার আছে অনেক কিছু’ বই দুটি। একই প্রকাশনী থেকে এসেছে সুব্রত বড়ুয়ার ‘আকাশ জুড়ে মেঘ জমেছে’, মুহাম্মদ হারুন অর রশীদ নেকীর ‘অংকের সূত্রাবলী’, মুস্তাফিজুর রহমানের ‘হিরুমবাচিচি’, মোহাম্মদ আবু বকরের ‘আবার একটি যুদ্ধ চাই’, শহিদুর রহমানের ‘ছোটদের ক’জন কবি সাহিত্যিক’সহ আরো বেশ কিছু বই। সবাই গেছে সিসিমপুরে সবাই গেছে সিসিমপুরে ‘ছোট্ট সোনামণিদের জন্য বয়স উপযোগী মজার মজার বই কিনে দিন’ এমনই আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকস লিমিটেড। ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য এ স্টলে এসে পাওয়া যাবে ছড়ার সিরিজ, প্রজাপতি সিরিজেই বইয়ে জানা যাবে হাজার রকমের প্রজাপতির গল্প, রয়েছে ভালুক ছানা সিরিজও। এই প্রকাশনী থেকে এবার এসেছে ‘ছোট্ট চোখে দেখা’ শিরোনামের সিরিজটি।

‘সবার জন্য হিতকথা’, ‘চিরকালের রূপকথা’ বারষদেশকে চেনা’, ‘মুক্তিযুদ্ধের গল্পমালা’ সিরিজেও নতুন সব আসছে বলে জানিয়েছেন স্টলের বিক্রেতারা। শিশু-কিশোর প্রকাশনী থেকে এসেছে রবিউল ইসলামের ভূতের গল্প সংকলন‘ভয়’ ও ‘দুই ভূত বন্ধু’, কালান্তর- এ এসেছে ‘তুষার কথা ও সাত কথন’, ‘আমার বর্ণমালা’ বইগুলো, ঘাসফড়িং এনেছে আহসান হাবীবের ‘ছোটদের স্কুলের গল্প’, বাবুই এনেছে জগলুল হায়দারের ছড়া সংকলন ‘জগলুল সমগ্র’, শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে রফিকুর রশীদের ‘বঙ্গবন্ধু শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প’ বইটি।

প্রগতি পাবলিশার্স থেকে এসেছে ‘ব্যাঙ রাজকুমার’, ‘খেয়াঘাটের ভূত’, পপ-আপ বুক ‘ডাইনোসর ওয়ার্ল্ড’, ফ্লিপবুকে এসেছে ‘সাঁতারু ও মাছ’। একই প্রকাশনী এনেছে আহসান হাবীবের সিলুয়েট গ্রাফিক নভেল ‘কাসাহারা’, ও ‘গল্পগুলো ভূতূড়ে’।

ট্যাগ :
জনপ্রিয়

বইমেলায় শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত

প্রকাশিত : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

শিশুর মনের খোরাক মেটায় এমনই সব বইয়ের পসরা নিয়ে শুক্রবার অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর কাটল শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত উপস্থিতিতে। শুক্রবার ছুটির সকালে কার্টুন সিরিজ ‘সিসিমপুর’এর হালুম-ইকরি-টুকটুকি-শিকুর সঙ্গে আনন্দ ভাগাভাগির পর স্কুলব্যাগ ভর্তি করে রূপকথার দৈত্যদানোবের গল্প কিংবা রহস্য-রোমাঞ্চে ঠাঁসা বইগুলো লুফে নিয়েছে খুদে পাঠকের দল।

রীতি অনুযায়ী, একুশের বইমেলার প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর। যথারীতি এবারও শুক্রবার ছুটির সকালটি খুদে পাঠকদের জন্য ছিল এক অন্যরকম আনন্দের দিন। বাবা-মার হাত ধরে বইমেলা প্রাঙ্গনে ঘোরাঘুরি আর স্টলে স্টলে ঘুরে বই দেখা আর কেনা- বইমেলা যেন পরিণত শিশুমেলায়। সাড়ে তিন বছরের লুবাবা ইবনাতের অক্ষরজ্ঞান না হলেও মার মুখে শোনা রূপকথা-উপকথার গল্প শুনে মনের কোণে সে এঁকেছে নানা ছবি। বইমেলায় এসে সে খুঁজেছে রূপকথার বই।

শুধু গল্প পড়লেই চলবে? বই পড়ে জ্ঞানও তো বাড়াতে হবে প্রথমবার মেলায় আসার অনুভূতি জানাতে গিয়ে সে বিজনেস বাংলাদেশকে বলল, “আমি এই এতগুলো গল্প জানি। শুনবে আমার গল্প?” মো. সাঈদুল ইসলাম এসেছেন তার মেয়ে সুলতানা আরিফিন তানিশাকে নিয়ে। মেয়েকে ধাঁধা আর ছড়ার বই কিনে দিতে তিনি বিজনেস বাংলাদেশকে বলেন, “প্রযুক্তির সহজলভ্যতায় আমাদের ছেলেমেয়েরা বই পড়ে না, এটা মিথ্যা প্রমাণের জন্যই তো বইমেলায় আসতে হয়। আমরা অভিভাবকরা যদি শিশুদের হাতে ভালো বই তুলে দিই, তবে ওরা কেন প্রযুক্তিমুখী হবে? প্রয়োজন সঠিক বয়সে সঠিক বইটি কিনে দেওয়া।”

শুধু বইমেলার জন্যই ফেনী থেকে সপরিবারে চলে এসেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অবন্তী পাল। তার উদ্দেশ্য, প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের সাক্ষাৎ পাওয়া। সে বললো, “আমি জাফর ইকবালের প্রায় সবগুলো কিশোর উপন্যাসই পড়ে ফেলেছি। বইমেলায় প্রতিবারই আসি, এবার মা-দিদি সবাই এসেছে। এক সপ্তাহ থাকব। যদি তিনি আসেন, তবে তার অটোগ্রাফ নেব। তার সঙ্গে ছবি তুলব।”

এত্ত বই! কোনটা নিব? এত্ত বই! কোনটা নিব? অভিভাবক সুমন এসেছিলেন তিন সন্তান প্রমি, প্রিয়া ও প্রেমকে নিয়ে। তাদের পছন্দের রহস্য রোমাঞ্চ, ধাঁধাঁ, কিশোর উপন্যাস কিনে দিলেন তিনি। তিনি বলেন, “মেলায় গতবারের চেয়ে এবার পছন্দসই বই বেশি খুঁজে পাচ্ছি, এটা তৃপ্তির। ছেলেমেয়েরা যে ধরনের বই চাইছে, তারা পেয়েছে। মেলায় হয়তো আবারো আসব, আরো কিছু বই কিনে দেব তাদের।”এসেছে শতাধিক শিশুতোষ বই সিসিমপুরের কর্মী প্রশান্ত লাবণী জানান, সিসিমপুর এবার আঁকিবুঁকির বই আর ধাঁধার বই বেশি প্রকাশ করছে। পপ-আপ বইয়ের নানা সম্ভারও রয়েছে তাদের।

ঝিঙেফুল প্রকাশনী থেকে এসেছে আলী ইমামের অনুবাদ বই ‘হাল ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অপরূপ রূপকথা’ ও ‘জানার আছে অনেক কিছু’ বই দুটি। একই প্রকাশনী থেকে এসেছে সুব্রত বড়ুয়ার ‘আকাশ জুড়ে মেঘ জমেছে’, মুহাম্মদ হারুন অর রশীদ নেকীর ‘অংকের সূত্রাবলী’, মুস্তাফিজুর রহমানের ‘হিরুমবাচিচি’, মোহাম্মদ আবু বকরের ‘আবার একটি যুদ্ধ চাই’, শহিদুর রহমানের ‘ছোটদের ক’জন কবি সাহিত্যিক’সহ আরো বেশ কিছু বই। সবাই গেছে সিসিমপুরে সবাই গেছে সিসিমপুরে ‘ছোট্ট সোনামণিদের জন্য বয়স উপযোগী মজার মজার বই কিনে দিন’ এমনই আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকস লিমিটেড। ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য এ স্টলে এসে পাওয়া যাবে ছড়ার সিরিজ, প্রজাপতি সিরিজেই বইয়ে জানা যাবে হাজার রকমের প্রজাপতির গল্প, রয়েছে ভালুক ছানা সিরিজও। এই প্রকাশনী থেকে এবার এসেছে ‘ছোট্ট চোখে দেখা’ শিরোনামের সিরিজটি।

‘সবার জন্য হিতকথা’, ‘চিরকালের রূপকথা’ বারষদেশকে চেনা’, ‘মুক্তিযুদ্ধের গল্পমালা’ সিরিজেও নতুন সব আসছে বলে জানিয়েছেন স্টলের বিক্রেতারা। শিশু-কিশোর প্রকাশনী থেকে এসেছে রবিউল ইসলামের ভূতের গল্প সংকলন‘ভয়’ ও ‘দুই ভূত বন্ধু’, কালান্তর- এ এসেছে ‘তুষার কথা ও সাত কথন’, ‘আমার বর্ণমালা’ বইগুলো, ঘাসফড়িং এনেছে আহসান হাবীবের ‘ছোটদের স্কুলের গল্প’, বাবুই এনেছে জগলুল হায়দারের ছড়া সংকলন ‘জগলুল সমগ্র’, শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে রফিকুর রশীদের ‘বঙ্গবন্ধু শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প’ বইটি।

প্রগতি পাবলিশার্স থেকে এসেছে ‘ব্যাঙ রাজকুমার’, ‘খেয়াঘাটের ভূত’, পপ-আপ বুক ‘ডাইনোসর ওয়ার্ল্ড’, ফ্লিপবুকে এসেছে ‘সাঁতারু ও মাছ’। একই প্রকাশনী এনেছে আহসান হাবীবের সিলুয়েট গ্রাফিক নভেল ‘কাসাহারা’, ও ‘গল্পগুলো ভূতূড়ে’।