১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভোট দিয়ে খুশি ১২১ বছরের বৃদ্ধা

‘আর বাঁচবো কি না জানি না, পছন্দের প্রার্থীকে আনন্দের সঙ্গে ভোট দিলাম। ভোট দিতে পেরে আমি খুব খুশি’- কথাগুলো বলছিলেন শরীয়তপুরের ডামুড্যা পৌর নির্বাচনে ভোট দিতে আসা ১২১ বছরের বৃদ্ধা জুমন নেছা। জুমন নেছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুলকুড়ি গ্রামের বাসিন্দা। নাতি মনির হোসেন ব্যাপারীর কোলে বসে ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে এসে ভোট দেন তিনি। ভোট দিতে মাত্র দুই মিনিট সময় লেগেছে তার। জুমন নেছা বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। জীবনে আর ভোট দিতে পারবো কিনা জানি না। শেষ বয়সে এসে ভোট দিলাম। অনেক ভালো লাগলো। হাঁটতে পারি না তাই বিছানায় পড়ে থাকি। ভেবেছিলাম ভোট দিতে পারব না। কিন্তু নাতি আমাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। এই বৃদ্ধার মেঝ মেয়ে আছিয়া খাতুন (৬৫) বলেন, ‘আমরা দুই ভাই ও দুই বোন। বাবা (মৃত আব্দুল জলিল ছৈয়াল) ২০ বছর আগে মারা গেছেন। অনুনয়-বিনয় করে মা বলছিলেন ভোট দেবেন, তাই আমার ছোট ছেলে তাকে ভোটকেন্দ্রে নিয়ে যায়। মার বয়স ১২১ হয়েছে, কতদিন বাঁচেন আল্লাহ জানেন। আল্লাহ মাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক’। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালিয়ুর রহমান বলেন, জুমন বয়স্ক তাই তাকে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সাহায্য করেছেন। দেখলাম তিনি ভোট দিতে পেরে খুব খুশি। উল্লেখ্য, ডামুড্যা পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ছয় হাজার ২৯৯ জন আর পুরুষ পাঁচ হাজার ৯৬০ জন।

ট্যাগ :

ভোট দিয়ে খুশি ১২১ বছরের বৃদ্ধা

প্রকাশিত : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

‘আর বাঁচবো কি না জানি না, পছন্দের প্রার্থীকে আনন্দের সঙ্গে ভোট দিলাম। ভোট দিতে পেরে আমি খুব খুশি’- কথাগুলো বলছিলেন শরীয়তপুরের ডামুড্যা পৌর নির্বাচনে ভোট দিতে আসা ১২১ বছরের বৃদ্ধা জুমন নেছা। জুমন নেছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুলকুড়ি গ্রামের বাসিন্দা। নাতি মনির হোসেন ব্যাপারীর কোলে বসে ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে এসে ভোট দেন তিনি। ভোট দিতে মাত্র দুই মিনিট সময় লেগেছে তার। জুমন নেছা বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। জীবনে আর ভোট দিতে পারবো কিনা জানি না। শেষ বয়সে এসে ভোট দিলাম। অনেক ভালো লাগলো। হাঁটতে পারি না তাই বিছানায় পড়ে থাকি। ভেবেছিলাম ভোট দিতে পারব না। কিন্তু নাতি আমাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। এই বৃদ্ধার মেঝ মেয়ে আছিয়া খাতুন (৬৫) বলেন, ‘আমরা দুই ভাই ও দুই বোন। বাবা (মৃত আব্দুল জলিল ছৈয়াল) ২০ বছর আগে মারা গেছেন। অনুনয়-বিনয় করে মা বলছিলেন ভোট দেবেন, তাই আমার ছোট ছেলে তাকে ভোটকেন্দ্রে নিয়ে যায়। মার বয়স ১২১ হয়েছে, কতদিন বাঁচেন আল্লাহ জানেন। আল্লাহ মাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক’। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালিয়ুর রহমান বলেন, জুমন বয়স্ক তাই তাকে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সাহায্য করেছেন। দেখলাম তিনি ভোট দিতে পেরে খুব খুশি। উল্লেখ্য, ডামুড্যা পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ছয় হাজার ২৯৯ জন আর পুরুষ পাঁচ হাজার ৯৬০ জন।