করোনা মহামারির প্রভাব পড়েছে চাকরিজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জীবনে। যে কারণে তাদেরকে ঋণ করে চলতে হচ্ছে। এর প্রমাণ পাওয়া যায় ক্রেডিটকার্ড ভিত্তিক লেনদেনে হিসাবে। গত বছর দেশে ক্রেডিটকার্ডে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ।
করোনা মহামারির কারণে মানুষ বিদেশে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য সহজে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ক্রেডিট কার্ডে লেনদেন কমে যাওয়ার কথা। কারণ, ক্রেডিট কার্ডে লেনদেনে একটি বড় অংশই ব্যয় হয় বিদেশে ভ্রমণ কিংবা চিকিৎসায়। এর মধ্যেও ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে যাওয়া মানে হচ্ছে মানুষের ঋণ করে চলার প্রবণতা বেড়ে যাওয়া।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। যা টাকার হিসাবে ১ হাজার ৫৯৪ কোটি ৭০ লাখ টাকা।
২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৮ হাজার ৪শ কোটি ৭০ লাখ টাকা। ২০১৯ সালের একই সময়ে লেনদের পরিমাণ ছিল ৬ হাজার ৮০৬ কোটি টাকা।
তথ্যমতে, বিদায়ী বছরের ডিসেম্বর মাসে গ্রাহকরা সর্বোচ্চবার লেনদেন করেছের ক্রেডিট কার্ডের মাধ্যমে। ২০২০-এর ডিসেম্বরে গ্রাহক ২৬ লাখ ২৬ হাজার বার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যা এর আগের বছরে একই মাসে ছিল ২৫ লাখ ৪২ হাজার বার।
২০১৯ সালের তুলনায় দেশে ক্রেডিট কার্ডধারীর সংখ্যাও বেড়েছে। ওই বছরের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে ব্যাংক এবং ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের ইস্যুর হার বেড়েছে এক লাখ ৩৯ হাজার ৬১৪টি (৯ দশমিক শূন্য ৮ শতাংশ)। এ কারণে ডিসেম্বর পর্যন্ত ক্রেডিট কার্ডধারী গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজারে। যা গত বছরের একই মাসে ছিল ১৫ লাখ ৩৭ হাজার জন গ্রাহক।
ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ করে চলার প্রবণতা বেড়ে যাওয়ায় ২০২০ সালের দ্বিতীয়ার্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট কার্ড ব্যবসায়ও প্রবৃদ্ধি হয়েছে।
ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনও বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বর ডেবিট কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ১৬ দশমিক শ্যন্য ৮ শতাংশ বা ১৩ হাজার ৭৪০ কোটি ৫০ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে লেনদেন হয়েছে ৯৯ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা। যা তার আগের বছরের (২০১৯) একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৮৫ হাজার ৪৫৩ কোটি ৬০ লাখ টাকা।
১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
ঋণ করে চলছেন মধ্যবিত্তরা
-
তাকী জোবায়ের
- প্রকাশিত : ১২:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- 55
ট্যাগ :
জনপ্রিয়