০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

প্রভাসের ভক্তদের জন্য দুঃসংবাদ

‘বাহুবলী’ ছবি করে রিতিমত তেলুগু অভিনেতা প্রভাসের অনুগামী সংখ্যা দক্ষিণ ভারত ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশটির প্রায় প্রতিটি কোনায়। তাই তাঁর সব অনুগামীরাই এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে এই তাঁর পরবর্তী ছবি ‘সাহো’। কিন্তু এবার সেই সব অনুগামীদের জন্য রয়েছে দুঃসংবাদ। ‘সাহো’ ছবির পরিচালক জানিয়ে দিলেন কোনওভাবেই এবছর মুক্তি পাচ্ছে না ছবিটি।

কারণ হিসেবে ছবির পরিচালক জানিয়েছেন, তাঁরা কেউ চান না তাড়াহুড়ো করে এই ছবির শুটিং শেষ করতে। তাই তিনি নিজে প্রভাসকে জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য আরও বেশ কিছুটা সময় তিনি নিক। এছাড়াও পরিচালক আরও জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ছবির শুটিং-এর জন্য তাঁরা দুবাই যাচ্ছেন।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল প্রভাসের কেরিয়ারে সবচেয়ে বড় হিট ‘বাহুবলী’। আর তারপর গোটা ২ বছরের প্রচেষ্টায় আবার মুক্তি পেয়েছিল ওই ছবির সিক্যুয়েল ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’।

আর পরপর এই দুটি ছবির মুক্তি বদলে দিয়েছিল প্রভাসের জীবন। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিশ্বের দরবারে। ছবিতে তাঁর অভিনয়ের বিশেষ প্রশংসা করেন দর্শক এবং বিশেষজ্ঞরা। অনেক বিশেষজ্ঞ আবার বলেছিলেন, প্রভাস আগামীদিনে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে আরো চমকে দেবেন দর্শকদের।

কিন্তু সেই চমকের জন্য দর্শককে যে এতদিন অপেক্ষা করতে হবে তা বোধহয় আশায় ছিল না। এখন দেখার, ঠিক কতদিন লাগে এই ছবির শুটিং শেষ হতে। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন মন্দিরা বেদি, নিল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ এবং চাঙ্কি পাণ্ডে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

প্রভাসের ভক্তদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত : ১১:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮

‘বাহুবলী’ ছবি করে রিতিমত তেলুগু অভিনেতা প্রভাসের অনুগামী সংখ্যা দক্ষিণ ভারত ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশটির প্রায় প্রতিটি কোনায়। তাই তাঁর সব অনুগামীরাই এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে এই তাঁর পরবর্তী ছবি ‘সাহো’। কিন্তু এবার সেই সব অনুগামীদের জন্য রয়েছে দুঃসংবাদ। ‘সাহো’ ছবির পরিচালক জানিয়ে দিলেন কোনওভাবেই এবছর মুক্তি পাচ্ছে না ছবিটি।

কারণ হিসেবে ছবির পরিচালক জানিয়েছেন, তাঁরা কেউ চান না তাড়াহুড়ো করে এই ছবির শুটিং শেষ করতে। তাই তিনি নিজে প্রভাসকে জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য আরও বেশ কিছুটা সময় তিনি নিক। এছাড়াও পরিচালক আরও জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ছবির শুটিং-এর জন্য তাঁরা দুবাই যাচ্ছেন।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল প্রভাসের কেরিয়ারে সবচেয়ে বড় হিট ‘বাহুবলী’। আর তারপর গোটা ২ বছরের প্রচেষ্টায় আবার মুক্তি পেয়েছিল ওই ছবির সিক্যুয়েল ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’।

আর পরপর এই দুটি ছবির মুক্তি বদলে দিয়েছিল প্রভাসের জীবন। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিশ্বের দরবারে। ছবিতে তাঁর অভিনয়ের বিশেষ প্রশংসা করেন দর্শক এবং বিশেষজ্ঞরা। অনেক বিশেষজ্ঞ আবার বলেছিলেন, প্রভাস আগামীদিনে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে আরো চমকে দেবেন দর্শকদের।

কিন্তু সেই চমকের জন্য দর্শককে যে এতদিন অপেক্ষা করতে হবে তা বোধহয় আশায় ছিল না। এখন দেখার, ঠিক কতদিন লাগে এই ছবির শুটিং শেষ হতে। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন মন্দিরা বেদি, নিল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ এবং চাঙ্কি পাণ্ডে।