নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদকে যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে যশোর কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ সদর থানার নাশকতা মামলার আসামি অ্যাডভোকেট এমএ মজিদ অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দর থেকে ঢাকা যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি। যশোর কতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা খবরের সত্যাতা স্বীকার করেছেন।




















