প্রথমবারের মতো ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। এই দিবস উপলক্ষে সোমবার সকাল ৯টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভাগের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের গ্রন্থাগার কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।


























