নাশকতা পরিকল্পনার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি বাবুল আকনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।




















