আমার স্বপ্নগুলো জোনাকিপোকার মতো,
নিভে আর জ্বলে!
আঁধার রাতে জোনাকিপোকারা দল বেঁধে যখন আসে,
চারিদিকে তখন আলো ছড়াতে থাকে।
পরিবেশ টা বেশ মনোরম!
আমার স্বপ্নগুলো ও এমন;
আমার স্বপ্নগুলো জোনাকিপোকার মতো,
নিভে আর জ্বলে!
স্বপ্নেরা যখন দল বেঁধে চলে আসে,
ইচ্ছেগুলোও স্বাধীনভাবে সত্যতা পেতে চায়,
আমার স্বপ্নগুলো জোনাকিপোকার মতো!
জোনাকিপোকারা যখন আঁধার ছেড়ে
উড়ে চলতে থাকে,
কিছু মানুষ খেলার ছলে বন্ধী করে তাকে।
কিছু জোনাকিপোকারা ছটফট করে তখন,
কেউ বা মনের সুখে চলতে থাকে দিগ থেকে দিগান্তরে।
আমার স্বপ্নগুলো ও এমন!
আমার স্বপ্নগুলো সত্যিই কি জোনাকিপোকার মতো?


























