জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে বিএনপির ১২জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
আটকদের মধ্যে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন মোল্লাও রয়েছেন বলে জানা গেছে।
এছাড়া গ্রেফতার আতঙ্কে গতরাত থেকেই আত্মগোপনে রয়েছে পিরোজপুরের সাতটি উপজেলার অসংখ্য নেতাকর্মীরা।
পুলিশ অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।




















