১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

অবশেষে আসছে ‘বেশ্যা ও বিদুষীর গল্প’

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলা শুরু আজ। এবারের মেলায় প্রকাশিত হবে কবি ও সহকারী অধ্যাপক, মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগ, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং মিডিয়া ব্যক্তিত্ব আফরোজা সোমার প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’। গ্রন্থটি সম্পর্কে লেখক আফরোজা সোমা সামাজিক যােগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, চারটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ। রয়েছে মোট ২৭টি রচনা। এসব রচনায় উঠে এসেছে নারীর অগ্রগতি ও পিছিয়ে থাকার সারৎসার।

আফরোজা সোমা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধ-শতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে নারী কেন দ্বিতীয় শ্রেণির নাগরিক? এই জরুরি প্রশ্নগুলো খতিয়ে দেখেছে নারী বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।

তিনি বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে এসে নারীর বন্ধন ও মুক্তির গল্প আলাদাভাবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। কেননা নারীর বয়ান ব্যতিরেকে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তির গল্প অসম্পূর্ণ রয়ে যাবে।

‘বেশ্যা ও বিদুষীর গল্প’ প্রকাশ করছে হাসান’স। বইমেলায় পরিবেশক ‘পেন্ডুলাম’। মেলায় প্রাপ্তিস্থান: স্টল নম্বর ৪৪৮।

বিজনেস বাংলাদেশ/এসএম

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

অবশেষে আসছে ‘বেশ্যা ও বিদুষীর গল্প’

প্রকাশিত : ১২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলা শুরু আজ। এবারের মেলায় প্রকাশিত হবে কবি ও সহকারী অধ্যাপক, মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগ, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং মিডিয়া ব্যক্তিত্ব আফরোজা সোমার প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’। গ্রন্থটি সম্পর্কে লেখক আফরোজা সোমা সামাজিক যােগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, চারটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ। রয়েছে মোট ২৭টি রচনা। এসব রচনায় উঠে এসেছে নারীর অগ্রগতি ও পিছিয়ে থাকার সারৎসার।

আফরোজা সোমা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধ-শতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে নারী কেন দ্বিতীয় শ্রেণির নাগরিক? এই জরুরি প্রশ্নগুলো খতিয়ে দেখেছে নারী বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।

তিনি বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে এসে নারীর বন্ধন ও মুক্তির গল্প আলাদাভাবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। কেননা নারীর বয়ান ব্যতিরেকে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তির গল্প অসম্পূর্ণ রয়ে যাবে।

‘বেশ্যা ও বিদুষীর গল্প’ প্রকাশ করছে হাসান’স। বইমেলায় পরিবেশক ‘পেন্ডুলাম’। মেলায় প্রাপ্তিস্থান: স্টল নম্বর ৪৪৮।

বিজনেস বাংলাদেশ/এসএম