জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নড়াইলের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড, পুরাতন বাস টার্মিনাল, নড়াইল চৌরাস্তসহ জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, জেলার কোথাও যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, শালনগর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান সিকদার, বিএনপি কর্মী লাহুড়িয়ার ডহরপাড়ার সৈয়দ সুমন, নোয়াপাড়া গ্রামের নুরুন্নবী মোল্যা, লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান ও জামায়াতের রোকন মিঠাপুর গ্রামের মতিউর রহমান।
পুলিশ সুপার জানান, নড়াইল জেলায় পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।




















