০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

তৌসিফের হবু স্ত্রীর নাচ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • 154

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস সুষমার সঙ্গে টিভি পর্দার আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুবের সাড়ে তিন বছরের সম্পর্ক পরিণতি পেতে যাচ্ছে। আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে এই জুটি। এর তিন দিন আগে ধুমধাম করে গায়ে হলুদ সেরে নিয়েছে তারা। সেখানে অন্যদের সঙ্গে নেচেছেন তৌসিফ ও তার স্ত্রী সুষমা।

গত ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির রাপা প্লাজায় গায়ে হলুদ হয় তৌসিফের। এতে পরিচিত মহলসহ শোবিজ অঙ্গনের তারকাদেরও দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন অভিনেতা সজল ও অভিনেত্রী টয়া। সেই অনুষ্ঠানের একটি ভিডিও এরই মধ্যে ফেসবুকে পোস্ট করেছেন তৌসিফের স্ত্রী সুষমা।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা সজল, সিয়াম, টয়া গায়ে হলুদের স্টেজে গানের সঙ্গে নাচছেন। পরে তাদের সঙ্গে যোগ দেন তৌসিফ ও তার স্ত্রী।

জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএ তৃতীয় বর্ষে পড়ছেন। তার বাসা ঢাকার মিরপুরে।

তৌসিফের ভাষ্য ‘খুবই সাধারণ একটি মেয়ে সুষমা। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। তবে আমাদের দুজনার মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।’

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

তৌসিফের হবু স্ত্রীর নাচ

প্রকাশিত : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস সুষমার সঙ্গে টিভি পর্দার আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুবের সাড়ে তিন বছরের সম্পর্ক পরিণতি পেতে যাচ্ছে। আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে এই জুটি। এর তিন দিন আগে ধুমধাম করে গায়ে হলুদ সেরে নিয়েছে তারা। সেখানে অন্যদের সঙ্গে নেচেছেন তৌসিফ ও তার স্ত্রী সুষমা।

গত ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির রাপা প্লাজায় গায়ে হলুদ হয় তৌসিফের। এতে পরিচিত মহলসহ শোবিজ অঙ্গনের তারকাদেরও দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন অভিনেতা সজল ও অভিনেত্রী টয়া। সেই অনুষ্ঠানের একটি ভিডিও এরই মধ্যে ফেসবুকে পোস্ট করেছেন তৌসিফের স্ত্রী সুষমা।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা সজল, সিয়াম, টয়া গায়ে হলুদের স্টেজে গানের সঙ্গে নাচছেন। পরে তাদের সঙ্গে যোগ দেন তৌসিফ ও তার স্ত্রী।

জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএ তৃতীয় বর্ষে পড়ছেন। তার বাসা ঢাকার মিরপুরে।

তৌসিফের ভাষ্য ‘খুবই সাধারণ একটি মেয়ে সুষমা। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। তবে আমাদের দুজনার মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।’