মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে সাত দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার গণিত পরীক্ষায় সন্দেহজনক সেট কোড লেখায় তাদেরকে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব।
বহিষ্কৃত ছাত্রদের মধ্যে পাঁচজন সদর উপজেলার রাজনগর দাখিল মাদরাসার ছাত্র। তারা হলো, সাঈম উদ্দিন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, জহিরুল ইসলাম ও সোহেল রানা। বাকি দু’জন আলমগীর হোসেন ও শাওন উজলপুর দাখিল মাদরাসার ছাত্র।
কেন্দ্র সচিব ওয়াজেদ আলী জানান, শানিবার সাধারণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতজন ছাত্রের উত্তরপত্রের সেট কোড লেখায় গরমিল লক্ষ্য করা যায়। অসৎ উদ্দেশ্যে তারা সন্দেহজনক সেট কোড লিখেছে বলে প্রতীয়মান হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।




















