০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মৃত্যু দুয়ারে

অপেক্ষায় আছি কবে ফিরব মাটির বাড়ি
মা করবে আহাজারি
কফিন কাঁধে তুলবে স্বজন
বিদায় দিতেই সকলে করবে কুজন।

মৃত্যু সন্ধির দুয়ারে আছি দাঁড়িয়ে
হরেক আতর গোলাপ সাজাবে খাটিয়ায়
শেষ বিছানা হবে মাটিয়ায়
দালান দিবে ওরা বাঁশ চাটায়।

আদর মাখা ডাকে পাবে না কভু মোরে
রইব যে দূর দেশের শহরে
আজব ঘরে বাঁচার সব ইচ্ছে মরে
ওরা দেখেনি কভু যন্ত্রণার হাঁ ড়ি।
খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব চির নিদ্রার বাড়ি।

চাপিয়ে রাখা মাটির ঢিবি
ফু-দিয়ে দিয়ে শান্তনা দিবে তুমি।
ফিরে দেখিবে না আর কেউ
অজানা পথিক যদি ভাবে এখানে পড়ে আছে কেউ।

মালিক তুমি আমায় নিও মায়ের আগে
তার লোনা জ্বলে মিলবে জান্নাত।
চির সুখের আয়েশে তাকে
জড়িয়ে ধরিবার অপেক্ষায় থাকব হাজারবার।

পাপের বোঝা নেই তোমার অজানা
সাত্তার, রাজ্জাক, খালেক নামের উছিলায়
সেদিন পার করিও পুলসিরাত।
তুমি ছাড়া কেই বা আছে আমার।

কঠিন পাপের হিসেবের দিনে
নবী তুমি পাশে থেকো আমার।
সকল নেকীর বিনিময়ে মাকে পাইয়ে দিও জান্নাত।

ট্যাগ :

মৃত্যু দুয়ারে

প্রকাশিত : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

অপেক্ষায় আছি কবে ফিরব মাটির বাড়ি
মা করবে আহাজারি
কফিন কাঁধে তুলবে স্বজন
বিদায় দিতেই সকলে করবে কুজন।

মৃত্যু সন্ধির দুয়ারে আছি দাঁড়িয়ে
হরেক আতর গোলাপ সাজাবে খাটিয়ায়
শেষ বিছানা হবে মাটিয়ায়
দালান দিবে ওরা বাঁশ চাটায়।

আদর মাখা ডাকে পাবে না কভু মোরে
রইব যে দূর দেশের শহরে
আজব ঘরে বাঁচার সব ইচ্ছে মরে
ওরা দেখেনি কভু যন্ত্রণার হাঁ ড়ি।
খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব চির নিদ্রার বাড়ি।

চাপিয়ে রাখা মাটির ঢিবি
ফু-দিয়ে দিয়ে শান্তনা দিবে তুমি।
ফিরে দেখিবে না আর কেউ
অজানা পথিক যদি ভাবে এখানে পড়ে আছে কেউ।

মালিক তুমি আমায় নিও মায়ের আগে
তার লোনা জ্বলে মিলবে জান্নাত।
চির সুখের আয়েশে তাকে
জড়িয়ে ধরিবার অপেক্ষায় থাকব হাজারবার।

পাপের বোঝা নেই তোমার অজানা
সাত্তার, রাজ্জাক, খালেক নামের উছিলায়
সেদিন পার করিও পুলসিরাত।
তুমি ছাড়া কেই বা আছে আমার।

কঠিন পাপের হিসেবের দিনে
নবী তুমি পাশে থেকো আমার।
সকল নেকীর বিনিময়ে মাকে পাইয়ে দিও জান্নাত।