০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সংবাদ সম্মেলনে যা বলবেন অপু

গত বছরের প্রায় পুরোটা জুড়ে জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে সরগরম ছিল ঢালিউড। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় যেন থামছেই না। তাদের ডিভোর্সের বিষয়টি এখন অনেকটাই ওপেন সিক্রেট। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের জন্য শাকিব-অপুকে দুই বার ডেকে পাঠানো হয়েছে। একবার অপু বিশ্বাস সেখানে গেলেও শাকিব খান একবারও যাননি। অপু বিশ্বাস ডিভোর্স মেনে নিয়েছেন বলে জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এরপর অপু বিশ্বাস সংবাদ সম্মেলন ডাকবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘২২ ফেব্রুয়ারির পরে আমি সংবাদ সম্মেলন করবো। সেখানে আমি অনেক কথা তুলে ধরবো। সবাইকে পুরো বিষয়টি জানাবো।’

edc84ae4a5cb1bcadb3a2dd4558ee34f

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছরখানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর অপুকে ডিভোর্স লেটার পাঠান শাকিব। ডিএনসিসির পারিবারিক আদালত সূত্র বলছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে ডেকে সমঝোতার চেষ্টা করা। এরপরও যদি তারা কোনো সমঝোতায় না পৌঁছায় তাহলে ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যায়। আর সেই সময়টা শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সংবাদ সম্মেলনে যা বলবেন অপু

প্রকাশিত : ০৩:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

গত বছরের প্রায় পুরোটা জুড়ে জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে সরগরম ছিল ঢালিউড। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় যেন থামছেই না। তাদের ডিভোর্সের বিষয়টি এখন অনেকটাই ওপেন সিক্রেট। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের জন্য শাকিব-অপুকে দুই বার ডেকে পাঠানো হয়েছে। একবার অপু বিশ্বাস সেখানে গেলেও শাকিব খান একবারও যাননি। অপু বিশ্বাস ডিভোর্স মেনে নিয়েছেন বলে জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এরপর অপু বিশ্বাস সংবাদ সম্মেলন ডাকবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘২২ ফেব্রুয়ারির পরে আমি সংবাদ সম্মেলন করবো। সেখানে আমি অনেক কথা তুলে ধরবো। সবাইকে পুরো বিষয়টি জানাবো।’

edc84ae4a5cb1bcadb3a2dd4558ee34f

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছরখানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর অপুকে ডিভোর্স লেটার পাঠান শাকিব। ডিএনসিসির পারিবারিক আদালত সূত্র বলছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে ডেকে সমঝোতার চেষ্টা করা। এরপরও যদি তারা কোনো সমঝোতায় না পৌঁছায় তাহলে ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যায়। আর সেই সময়টা শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।