০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

মনের মানুষের সাথে যেভাবে কাটাবেন ভালোবাসা দিবস

মাঝে আর মাত্র একদিন বাকী। বছর ঘুরে আবারো আসছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র। ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ। আপনার প্রিয় মানুষটির সাথে এই ভালোবাসা দিবসটি কিভাবে কাটাবেন ভেবে রেখেছেন তো? যদি না ভেবে থাকেন তাহলে এখনই পরিকল্পনা করে ফেলুন ভালোবাসা দিবসের। আসুন জেনে নেয়া যাক প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসা দিবস কিভাবে কাটাবেন।

১. ভালোবাসার মানুষকে ফুল দিতে পারেন: হ্যাঁ, ফুল কম বেশি সবারই পছন্দ, তবে জার্মানিতে সুখ, দুঃখ, পারিবারিক কোনো আচার-অনুষ্ঠান বা রাজনীতির কোনো সাফল্যের খবরে ফুল দিয়ে অভিনন্দন বা সমবেদনা জানানো হয়। তবে কি উপলক্ষ্য তার ওপর নির্ভর করে ফুলের রং, তোড়া বা সাজানো। ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলা লাল গোলাপ কিনুন তারপর সবকিছু সুন্দর করে একটা ঝুড়িতে প্যাকেট করুন। সেখানে কিছু গোলাপ পাপড়ি ছিটিয়ে দিন। তারপরে তাকে নিয়ে রিকশায় ঘুরে বেড়ান। ভালো কোথাও খেতে যান। তার হাত ধরে থাকুন, চোখের দিকে তাকিয়ে বলুন- আই লাভ ইউ। আই লাভ ইউ।

২. বই উপহার দিতে পারেন: ভালোবাসার মানুষটিকে তার পছন্দের বই উপহার দিতে পারেন তবে কখনো নিজের পছন্দের বই কিনে তাকে দিবেন না কারণ আপনি স্ট্রবেরি পছন্দ করলেও ওই স্ট্রবেরি দিয়ে কিন্তু মাছ ধরা যায় না। বড়শি দিয়ে মাছ ধরতে চাইলে তাকে তার পছন্দের খাবারটি দিতে হবে।

Screenshot_25

৩. প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করুন: খাবার মানুষের মনের উপর প্রভাব ফেলে। ভালো খাবার খেলে কিংবা পছন্দের খাবার খেলে মানুষের মনে একধরনের ভালোলাগার অনুভূতি সৃষ্টি হয়। তাই এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির পছন্দের খাবার রেঁধে চমকে দিতে পারেন তাকে। আর যদি রান্না বান্না না পারেন তাহলে প্রিয় মানুষটির পছন্দের খাবার কিনে তার কাছে নিয়ে চমকে দিন।

৪. ক্যান্ডেল লাইট ডিনার: ভালোবাসা দিবসে সময় কাটানোর সব চাইতে ভালো উপায় হতে পারে ক্যান্ডেল লাইট ডিনার। মোমের আলোয় একে অপরের সঙ্গে গল্প করে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে দিতে পারেন। আলো আঁধারি পরিবেশে দুজন দুজনের হাত ধরে মজার মজার খাবার খেয়ে স্মরণীয় করে রাখুন এইবারের ভালোবাসা দিবসটিকে।

৫. দূরে কোথাও বেড়াতে যান: এই ভালোবাসা দিবসটাকে সারা জীবন মনে করে রাখতে চাইলে ভালোবাসার মানুষটিকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসুন। ভ্যালেন্টাইন্স ডে এর রাতটা কাটিয়ে দিন সাগরের পারে অথবা পাহাড়ের চুড়ায়। সেই সঙ্গে তুলে ফেলুন সুন্দর মূহূর্ত গুলোর কিছু ছবি।

৬. পুরো ঘর সাজিয়ে ফেলুন: ভালোবাসা দিবসে পুরো ঘরটাকে ভরিয়ে দিতে পারেন ভালোবাসায়। আপনার প্রিয় মানুষটি ঘরে ঢোকার আগেই পুরো ঘরে হার্ট বেলুন, কাগজের হার্ট, ফুলের পাপড়ি দিয়ে আকা হার্ট দিয়ে ঘর বাড়ি ভরিয়ে দিন ভালোবাসায়। ঘরে সুগন্ধি মোম বাতি জ্বালিয়ে দিন। অন্য সব আলো নিভিয়ে রাখুন। আপনার ঘরে ভালোবাসাময় একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হবে যা দেখে আপনার ভালোবাসার মানুষটি মুগ্ধ হয়ে যাবে।

valobasha-diboser-pic

৭. কাছের মানুষদের নিয়ে পার্টি আয়োজন: ভালোবাসা দিবসটা কি শুধুই দুজনের? এই ভালোবাসা দিবসটাকে একটু ভিন্নভাবে পালন করলে কেমন হয়? এবারের ভালোবাসা দিবসটা পালন করতে পারেন বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের কে নিয়ে। ভালোবাসা দিবসে একটি বড় পার্টি আয়োজন করতে পারেন। বড় একটি হার্ট আকৃতির কেক রাখুন। কাছের মানুষদের কে জোড়ায় জোড়ায় নিমন্ত্রণ করুন। প্রিয় মানুষগুলোর সঙ্গে নাচে-গানে মাতিয়ে তুলুন ভালোবাসা দিবসের দিনটি।

৮. ক্ষুদ্র ক্ষুদ্র চিঠি লিখতে পারেন: আজকাল আর কেউ চিঠি লেখে না। সবাই ই-মেল/এসএমএস/ফেসবুকে ভালোবাসার মানুষকে উইশ করে ফেলে। সুতরাং আপনি চিঠি লিখতে পারেন, কিছুটা ব্যাতিক্রমভাবে জানানো হবে আপনার ভালোবাসা।

এই সুযোগ, ভালোবাসা দিবসে মনের মানুষকে ভালোবাসার কথা বলে দেন। পরের হয়তো এই সুযোগটা আপনে নাও পেতে পারেন। কারণ মনে রাখবেন জীবনে সুযোগ একবারই আসে। দেরি না করে এইবার ভালোবাসা দিবসকে কাজে লাগান।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

মনের মানুষের সাথে যেভাবে কাটাবেন ভালোবাসা দিবস

প্রকাশিত : ০৪:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

মাঝে আর মাত্র একদিন বাকী। বছর ঘুরে আবারো আসছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র। ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ। আপনার প্রিয় মানুষটির সাথে এই ভালোবাসা দিবসটি কিভাবে কাটাবেন ভেবে রেখেছেন তো? যদি না ভেবে থাকেন তাহলে এখনই পরিকল্পনা করে ফেলুন ভালোবাসা দিবসের। আসুন জেনে নেয়া যাক প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসা দিবস কিভাবে কাটাবেন।

১. ভালোবাসার মানুষকে ফুল দিতে পারেন: হ্যাঁ, ফুল কম বেশি সবারই পছন্দ, তবে জার্মানিতে সুখ, দুঃখ, পারিবারিক কোনো আচার-অনুষ্ঠান বা রাজনীতির কোনো সাফল্যের খবরে ফুল দিয়ে অভিনন্দন বা সমবেদনা জানানো হয়। তবে কি উপলক্ষ্য তার ওপর নির্ভর করে ফুলের রং, তোড়া বা সাজানো। ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলা লাল গোলাপ কিনুন তারপর সবকিছু সুন্দর করে একটা ঝুড়িতে প্যাকেট করুন। সেখানে কিছু গোলাপ পাপড়ি ছিটিয়ে দিন। তারপরে তাকে নিয়ে রিকশায় ঘুরে বেড়ান। ভালো কোথাও খেতে যান। তার হাত ধরে থাকুন, চোখের দিকে তাকিয়ে বলুন- আই লাভ ইউ। আই লাভ ইউ।

২. বই উপহার দিতে পারেন: ভালোবাসার মানুষটিকে তার পছন্দের বই উপহার দিতে পারেন তবে কখনো নিজের পছন্দের বই কিনে তাকে দিবেন না কারণ আপনি স্ট্রবেরি পছন্দ করলেও ওই স্ট্রবেরি দিয়ে কিন্তু মাছ ধরা যায় না। বড়শি দিয়ে মাছ ধরতে চাইলে তাকে তার পছন্দের খাবারটি দিতে হবে।

Screenshot_25

৩. প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করুন: খাবার মানুষের মনের উপর প্রভাব ফেলে। ভালো খাবার খেলে কিংবা পছন্দের খাবার খেলে মানুষের মনে একধরনের ভালোলাগার অনুভূতি সৃষ্টি হয়। তাই এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির পছন্দের খাবার রেঁধে চমকে দিতে পারেন তাকে। আর যদি রান্না বান্না না পারেন তাহলে প্রিয় মানুষটির পছন্দের খাবার কিনে তার কাছে নিয়ে চমকে দিন।

৪. ক্যান্ডেল লাইট ডিনার: ভালোবাসা দিবসে সময় কাটানোর সব চাইতে ভালো উপায় হতে পারে ক্যান্ডেল লাইট ডিনার। মোমের আলোয় একে অপরের সঙ্গে গল্প করে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে দিতে পারেন। আলো আঁধারি পরিবেশে দুজন দুজনের হাত ধরে মজার মজার খাবার খেয়ে স্মরণীয় করে রাখুন এইবারের ভালোবাসা দিবসটিকে।

৫. দূরে কোথাও বেড়াতে যান: এই ভালোবাসা দিবসটাকে সারা জীবন মনে করে রাখতে চাইলে ভালোবাসার মানুষটিকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসুন। ভ্যালেন্টাইন্স ডে এর রাতটা কাটিয়ে দিন সাগরের পারে অথবা পাহাড়ের চুড়ায়। সেই সঙ্গে তুলে ফেলুন সুন্দর মূহূর্ত গুলোর কিছু ছবি।

৬. পুরো ঘর সাজিয়ে ফেলুন: ভালোবাসা দিবসে পুরো ঘরটাকে ভরিয়ে দিতে পারেন ভালোবাসায়। আপনার প্রিয় মানুষটি ঘরে ঢোকার আগেই পুরো ঘরে হার্ট বেলুন, কাগজের হার্ট, ফুলের পাপড়ি দিয়ে আকা হার্ট দিয়ে ঘর বাড়ি ভরিয়ে দিন ভালোবাসায়। ঘরে সুগন্ধি মোম বাতি জ্বালিয়ে দিন। অন্য সব আলো নিভিয়ে রাখুন। আপনার ঘরে ভালোবাসাময় একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হবে যা দেখে আপনার ভালোবাসার মানুষটি মুগ্ধ হয়ে যাবে।

valobasha-diboser-pic

৭. কাছের মানুষদের নিয়ে পার্টি আয়োজন: ভালোবাসা দিবসটা কি শুধুই দুজনের? এই ভালোবাসা দিবসটাকে একটু ভিন্নভাবে পালন করলে কেমন হয়? এবারের ভালোবাসা দিবসটা পালন করতে পারেন বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের কে নিয়ে। ভালোবাসা দিবসে একটি বড় পার্টি আয়োজন করতে পারেন। বড় একটি হার্ট আকৃতির কেক রাখুন। কাছের মানুষদের কে জোড়ায় জোড়ায় নিমন্ত্রণ করুন। প্রিয় মানুষগুলোর সঙ্গে নাচে-গানে মাতিয়ে তুলুন ভালোবাসা দিবসের দিনটি।

৮. ক্ষুদ্র ক্ষুদ্র চিঠি লিখতে পারেন: আজকাল আর কেউ চিঠি লেখে না। সবাই ই-মেল/এসএমএস/ফেসবুকে ভালোবাসার মানুষকে উইশ করে ফেলে। সুতরাং আপনি চিঠি লিখতে পারেন, কিছুটা ব্যাতিক্রমভাবে জানানো হবে আপনার ভালোবাসা।

এই সুযোগ, ভালোবাসা দিবসে মনের মানুষকে ভালোবাসার কথা বলে দেন। পরের হয়তো এই সুযোগটা আপনে নাও পেতে পারেন। কারণ মনে রাখবেন জীবনে সুযোগ একবারই আসে। দেরি না করে এইবার ভালোবাসা দিবসকে কাজে লাগান।