আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে তেল গ্যাস অনুসন্ধানে ভারত ১০ভাগ অংশীদারীর ভিত্তিতে ২.২ বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি করেছে। ভারতের কোনো তেল গ্যাস কোম্পানির এটাই প্রথম আবুধাবিতে বিনিয়োগ। দেশটি সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাইয়ানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। খালিজ টাইমস
চুক্তির পর নরেন্দ্র মোদি বলেন, তেল গ্যাস খাতে দুটি দেশের এ ধরনের যৌথ বিনিয়োগ নতুন দিগন্তের সূচনা করবে।
আবুধাবিতে ভারতের তেলগ্যাস কোম্পানি ওএনজিসি বিদেশ কাজ করবে। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী ড. সুলতান বিন আহমেদ সুলতান আল জাবের বলেন, এধরনের কৌশলগত বিনিয়োগ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে সাহায্য করবে।
ভারতে জালানি তেলের চাহিদা ২০৪০ সালে বর্তমানের চেয়ে দ্বিগুণ হচ্ছে। বিশ্বে একই সময়ে তেলের চাহিদা বাড়বে ২৫ শতাংশ। ভারত এখন তার চাহিদার ৭৯ ভাগ তেল আমদানি করে এবং এর ৮ ভাগ আসে আমিরাত থেকে। খালিজ টাইমস

























